বিশেষ প্রতিবেদন, ২৮ জুন:
সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে গত ১৪ জুন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল “অগ্নিপথ” প্রকল্পের। যেখানে প্রথমে জানানো হয় যে, ১৭ থেকে ২১ বছর বয়সী যুবকদের চার বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। এর পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া হয় যে, নির্দিষ্ট সময়সীমার পর তাঁদের ২৫ শতাংশ প্রার্থীকে স্থায়ীভাবে নিযুক্ত করা হবে সেনাবাহিনীতে। যদিও, বাকিরা গ্র্যাচুইটি এবং পেনশনের সুবিধা ছাড়াই অবসর নেবেন।
এদিকে, পরবর্তীকালে সরকার চলতি বছরের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ বছর করে দেয়। এমতাবস্থায়, সেনাবাহিনীতে এই নিয়োগপদ্ধতিকে ঘিরেই কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। পাশাপাশি, দেশের একাধিক রাজ্যে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। এমনকি, বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল এবং একাধিক সামরিক বিশেষজ্ঞরাও এহেন নিয়োগ প্রকল্পের তীব্র সমালোচনা করেন।
এই আবহেই সম্প্রতি অগ্নিপথ প্রকল্পে আবেদন নেওয়া শুরু হয়েছে। কিন্তু, তারপরেই দেখা গিয়েছে অন্য চিত্র। দেশজুড়ে এই প্রকল্পকে ঘিরে প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শিত হলেও ইতিমধ্যেই কয়েক হাজার আবেদন জমা পড়েছে অগ্নিবীর হওয়ার লক্ষ্যে। এই প্রসঙ্গে ভারতীয় বিমান বাহিনী (IAF) জানিয়েছে, সোমবার পর্যন্ত সশস্ত্র বাহিনীর জন্য অগ্নিপথ নিয়োগ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হওয়ার পর থেকে ৫৬,৯৬০ টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি, এই সংক্রান্ত একটি টুইটও করা হয়ে IAF-এর তরফে। যেখানে জানানো হয়, “agnipathvayu.cdac.in-এ অগ্নিপথ নিয়োগের আবেদন জানিয়ে ভবিষ্যতের অগ্নিবীরদের থেকে প্রাপ্ত আবেদনের মোট সংখ্যা হল ৫৬,৯৬০।” এছাড়াও, এই নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও উপস্থাপিত করা হয়েছে IAF সূত্রে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৫ জুলাই অগ্নিপথ প্রকল্পের রেজিস্ট্রেশন শেষ হবে বলে জানা গিয়েছে।