মেয়ের প্রথম জন্মদিনে তৈরি হবে পায়েস! নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বাবার

বিশেষ প্রতিবেদন, ২৯ জুন:
মেয়ের প্রথম জন্মদিন বলে কথা! তাই খামতি ছিলনা কোনো কিছুতেই। বরং, নিজেদের মত করেই একটু একটু করে চলছিল আয়োজন। কিন্তু, সেই আয়োজনের মাঝেই পরিবারে যে চরম বিপদ নেমে আসবে তা কল্পনাও করতে পারেননি কেউই। কার্যত, এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের ভাতারের মাহাতা গ্রাম। জানা গিয়েছে, সেখানে মেয়ের জন্মদিনে পায়েস তৈরির জন্য নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার ওই সিভিক ভলান্টিয়ারের মেয়ের প্রথম জন্মদিন ছিল। কিন্তু, ওইদিন মুখ্যমন্ত্রীর সভায় তাঁর ডিউটি থাকায় জন্মদিনের আগের দিন অর্থাৎ রবিবার, একটি আঁকশি দিয়ে নারকেল পাড়তে যান ওই সিভিক ভলান্টিয়ার।

এমতাবস্থায়, সেখানে হঠাৎই আঁকশিতে বিদ্যুতের তার জড়িয়ে গিয়ে সেটি তাঁর গায়ে পড়ে যায়। কোনোরকমে উদ্ধার করে তড়িদাহত অবস্থায় তাঁকে দ্রুত বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, ওই সিভিক ভলান্টিয়ারের এহেন মর্মান্তিক মৃত্যু মেতে নিতে পারছেন না কেউই। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *