ফের ভয় দেখাচ্ছে করোনা! গত একদিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজারের কাছাকাছি

বিশেষ প্রতিবেদন, ২৯ জুন:
করোনার প্রকোপ কিছুটা কমতেই যেন বেপরোয়া মনোভাব দেখা গিয়েছে আমজনতার মধ্যে। এছাড়াও, মাস্ক পরার প্রবণতার পাশাপাশি সার্বিক সচেতনতাও অনেকটাই কমে গিয়েছে। ফলস্বরূপ, ফের লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণের হার। এমনকি, আমাদের রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে হাজারের কাছাকাছি।

এমতাবস্থায়, রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় বঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৯৫৪ জন। যদিও, মৃতের সংখ্যা রয়েছে শূন্যতেই। পাশাপাশি, গত একদিনে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৭৫ জন। এছাড়াও, রাজ্যে সুস্থতার হার হল ৯৮.৭২ শতাংশ।

আপাতত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা হল ৪,৭৫৯ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯,৬২০ টি। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ২০,২৬,৪৭৭। এছাড়াও, এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা হল ২১,২১৬ জন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *