বিশেষ প্রতিবেদন, ২ সেপ্টেম্বর:
নতুন মাস শুরু হতে না হতেই মধ্যবিত্তদের জন্য এল দারুণ সুখবর! একদিকে যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ আকাশছোঁয়া হচ্ছে ঠিক সেই আবহেই দাম কমেছে সোনা এবং রুপোর। এমনকি, আগামী দিনগুলিতে এই দাম আরও কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম অনেকটাই কমে গেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আন্তর্জাতিক বাজারেও সোনার দামে পতন দেখা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে পর্যন্ত সোনার দাম ব্যাপকহারে বাড়তে থাকে। এমনকি, একটা সময়ে তা ৫০ হাজারের গন্ডীও ছাড়িয়ে যায়। স্বাভাবিকভাবেই, সোনা কিনতে তখন কালঘাম ছুটে যাচ্ছিল সাধারণ ক্রেতাদের। চাপের মুখে পড়েছিলেন বিক্রেতারাও। তবে কয়েকদিন ধরে সোনার দামের পতন অব্যাহত থাকতেই দোকানে ভিড় বাড়ছে গ্রাহকদের।
একনজরে জেনে নিন শুক্রবার কোথায় দাঁড়িয়ে রয়েছে সোনা-রুপোর দর:
আপাতত ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫০ হাজারের অনেকটাই নিচে রয়েছে। শুক্রবারে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৪৬,৪৯০ টাকা। পাশাপাশি, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৫০,৭২০ টাকা। এছাড়াও, কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৫২,০০০ টাকা। গতকালকের পরিপ্রেক্ষিতে সোনা এবং রুপোর দামে আজও পতন পরিলক্ষিত হয়েছে।