বিশেষ প্রতিবেদন, ২ সেপ্টেম্বর:
চলতি মাসের শুরু থেকেই ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। পাশাপাশি, নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এছাড়াও, পার্বত্য এলাকায় বৃষ্টির কারণে ধ্বস নামতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
অপরিদকে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশিরভাগ জেলাতেই। পাশাপাশি, কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে, উল্লেখযোগ্যভাবে আর্দ্রতা জনিত অস্বস্তি তুমুল ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও। জানিয়ে রাখি যে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা বর্তমানে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে।