INS Vikrant: অনন্য নজির ভারতীয় নৌবাহিনীর! ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজের যাত্রা শুরু হচ্ছে আজ

বিশেষ প্রতিবেদন, ২ সেপ্টেম্বর:

ভারতীয় নৌবাহিনী এবার এক নজিরবিহীন মাইলফলক স্পর্শ করল। দেশে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজ INS বিক্রান্ত (INS Vikrant) তার যাত্রা শুরু করতে চলেছে শুক্রবার। নৌবাহিনীর নতুন পতাকা উত্তোলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে INS বিক্রান্ত।

প্রসঙ্গত উল্লেখ্য, INS বিক্রান্ত-ই-ই হল ভারতে তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ায়। এমনকি, দেশের নৌবাহিনীর ইতিহাসে এই প্রথম এত বড় যুদ্ধজাহাজ তৈরি হয়েছে। ৪৫ হাজার টনের এই যুদ্ধজাহাজ তৈরিতে করতে মোট খরচ হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই যুদ্ধজাহাজে মিগ-২৯ কে-র মতো যুদ্ধবিমানও খুব সহজেই ওঠানামা করতে পারবে। মোট ৩০ টি বিমান ওঠানামা করতে পারবে INS বিক্রান্ত-এ-এ। ২৬২ মিটার উঁচু এবং ৬২ মিটার চওড়া INS বিক্রান্ত দেশে তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। প্রায় ১৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে এখানে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *