বিশেষ প্রতিবেদন, ৩ সেপ্টেম্বর:
সিনেমা মূলত মনোরঞ্জনের জন্য দেখি আমরা। পাশাপাশি, সিলভার স্ক্রিনে ফুটে ওঠা দৃশ্যগুলি প্রভাবিতও করে আমাদের। তবে, এবার সিনেমা দেখেই একের পর এক খুন করে বসল ১৯ বছরের এক কিশোর। চলতি বছরেই মুক্তি পায় দক্ষিণী সুপারস্টার “যশ” অভিনীত সিনেমা “KGF”-এর দ্বিতীয় পর্ব। এদিকে, সেই সিনেমা থেকেই অনুপ্রাণিত হয়ে “রকি ভাই”-এর মত একজন গ্যাংস্টার হওয়ার ইচ্ছা ছিল মধ্যপ্রদেশের সাগরের কেসারি এলাকার বাসিন্দা শিবপ্রসাদ ধ্রুব-র।
এমতাবস্থায়, সাগর শহরে একাধিক নিরাপত্তারক্ষীকে হত্যার ঘটনায় আটক করা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত গত পাঁচ দিনে চার জন প্রহরীকে খুন করার কথা স্বীকার করেছে। পাশাপাশি, গত মে মাসে মৃত অবস্থায় পাওয়া আরেক নিরাপত্তারক্ষী হত্যার ক্ষেত্রেও তার ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে।
এই প্রসঙ্গে সাগর পুলিসের ডিরেক্টর জেনারেল অনুরাগ জানিয়েছেন, “সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে, আমরা অভিযুক্ত শিবপ্রসাদ ধ্রুবকে ভোপাল থেকে গ্রেফতার করেছি। আপাতত তদন্তপ্রক্রিয়া চলছে।” এদিকে, জিজ্ঞাসাবাদে ধ্রুব সিনিয়র পুলিস অফিসারদের জানিয়েছে যে, সে শুধুমাত্র “বিখ্যাত” হতে চেয়েছিল। যদিও, সে কেন শুধু ঘুমন্ত নিরাপত্তারক্ষীদেরই টার্গেট করত তা পুলিশ এখনও নিশ্চিত করে জানাতে পারেনি।