বিশেষ প্রতিবেদন, ৩ সেপ্টেম্বর:
গত মাসেই জিম করতে গিয়ে হঠাৎই “বুকে ব্যথা” অনুভব করে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন বাঁশদ্রোণীর নিরঞ্জন পল্লীর বাসিন্দা ঋত্বিকা দাস। এমনকি, বিশিষ্ট কমেডিয়ান রাজু শ্রীবাস্তবও জিম করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। এমতাবস্থায়, এবার আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল আমাদের রাজ্যে। স্কুলের মাঠে শরীরচর্চা করার সময়ে হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের।
গত শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের মহিষাদলের কাপাসবেড়িয়ার কেন্দ্রীয় সরকারি স্কুলে। স্কুলেরই হোস্টেলে থাকত রাহুল গিরি নামের ওই পড়ুয়া। রাহুলের বাড়ি নন্দকুমার থানার সাওড়াবেড়িয়া জালপাই গ্রামে। ইতিমধ্যেই তার মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। জানা গিয়েছে যে, অন্যান্য সহপাঠীদের সঙ্গেই শুক্রবার সকালে শরীরচর্চা করছিল রাহুল। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই চিকিৎসকরা তাকে “মৃত” বলে ঘোষণা করেন। যদিও, ঠিক কি কারণে রাহুলের মৃত্যু হল সেই কারণটি এখনও স্পষ্ট নয়। এদিকে, এই মৃত্যুর ঘটনায় স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে তার পরিবার। এই প্রসঙ্গে মৃত পড়ুয়ার বাবা অমলকুমার গিরি জানান, “সকাল ৬ টার দিকে স্কুল থেকে ফোন করে জানানো হয় আমার ছেলের শরীর খারাপ হওয়ায় তাকে মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে এসে দেখি বেডে পড়ে রয়েছে মৃতদেহ। হাসপাতালে শুনলাম, স্কুলেই মৃত্যু হয়েছে ছেলের। আর সেজন্যই তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। স্কুলের চরম অব্যবস্থা দেখা গিয়েছে।” যদিও, ওই ছাত্রের মৃত্যুর ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানিয়েছে মহিষাদল থানার পুলিশ।