বিশেষ প্রতিবেদন, ৩ সেপ্টেম্বর:
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু, সম্প্রতি হাইকোর্টের নির্দেশে তাঁকে সেই পদ থেকে সরানো হয়। পাশাপাশি, তাঁর জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গৌতম পাল। এমতাবস্থায়, দায়িত্ব গ্রহণের পরেই তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন এবার স্বচ্ছতার সাথে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে।
এদিকে জানা গিয়েছে যে, ইতিমধ্যেই পরবর্তী টেটের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি, প্রতিটি জেলায় এই সংক্রান্ত প্রস্তুতি শুরুর মাধ্যমে পরীক্ষার ভেন্যু ও সেন্টারের বিষয়ে পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। এছাড়াও, আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা পাঠানোর নির্দেশও দিয়েছে সংশ্লিষ্ট পর্ষদ।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে একের পর এক ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের পাশাপাশি, প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে বেশ কিছু জট তৈরি হয়ে রয়েছে। এমতাবস্থায়, পর্ষদের দায়িত্বে গৌতম বাবু আসার পরে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন যে কোনোরকম সমস্যার কথা পর্ষদের কাছে সরাসরি জানানো যাবে। এছাড়াও, তৈরি করা হয়েছে গ্রিভেন্স সেল। পাশাপাশি, পর্ষদের ওয়েবসাইটে গিয়ে নিজের সমস্যার কথা খুব সহজেই জানাতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি।