বিশেষ প্রতিবেদন, ২৭ নভেম্বর: গত মাসে দেশে বহুপ্রতিক্ষিত 5G পরিষেবা (5G Service) শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ইতিমধ্যেই এই পরিষেবা একাধিক শহরে শুরু হয়েছে। পাশাপাশি, ক্রমশ পরিধি বাড়িয়ে দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে 5G-কে। এদিকে, এই পরিষেবা শুরু হওয়ার পরই বেশিরভাগ ফোনেই এর জন্য বিভিন্ন ধরণের আপডেট দেওয়া হচ্ছে। পাশাপাশি, অনেক সফ্টওয়্যারও 5G অনুযায়ী নিজেদের আপডেট করেছে।
এই শহরগুলিতে চলছে 5G ইন্টারনেট পরিষেবা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, 5G পরিষেবা প্রাপ্ত শহরগুলির মধ্যে রয়েছে রাজধানী দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পানিপথ, গুরুগ্রাম, শিলিগুড়ি, নাগপুর, বারাণসী এবং গুয়াহাটি। এমতাবস্থায়, আপনি যদি এই শহরগুলির মধ্যে কোনো একটির বাসিন্দা হন সেক্ষেত্রে আপনি Airtel 5G-র পরিষেবা উপভোগ করতে পারবেন। ২০২২ সালের শেষ নাগাদ এটিকে সমস্ত মেট্রো শহরে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে এই সংস্থাটির।
এদিকে, Jio ইতিমধ্যেই দিল্লি NCR, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, বারাণসী, নাথদ্বারা, হায়দ্রাবাদ এবং কলকাতায় এই পরিষেবা শুরু করেছে। পাশাপাশি, সংস্থা জানিয়েছে, Jio True 5G গুজরাটের ৩৩ টি জেলায় উপলব্ধ রয়েছে। তবে, Vodafone-Idea-র গ্রাহকদের জন্য এখনও কোনো 5G পরিষেবার সুবিধা নেই। এমতাবস্থায়, জানা গিয়েছে, গ্রাহকেরা 5G-র মাধ্যমে 800 Mbps থেকে 1 Gbps পর্যন্ত ইন্টারনেটের গতি পাচ্ছেন।