বিশেষ প্রতিবেদন, ২৭ নভেম্বর: আমাদের দেশে যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গণপরিবহণ হল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথের (Indian Railways) ওপর ভরসা করেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। পাশাপাশি, ট্রেনে চেপে যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমানও অনেকটাই কম। আর সেই কারণেই যাত্রীরা আকৃষ্ট হন রেলসফরের প্রতি। তবে, ট্রেনে চেপে যাতায়াতের ক্ষেত্রে কিছু বিষয়ও মাথায় রাখতে হয়ে। শুধু তাই নয়, এমন কিছু জিনিস রয়েছে যেগুলি নিয়ে ট্রেনে সফর করাও কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি, সেগুলি নিয়ে ধরা পড়লে হতে পারে জেলও। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
১. স্টোভ কিংবা গ্যাস সিলিন্ডার: প্রথমেই জানিয়ে রাখি যে, ট্রেনে স্টোভ বা গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি, গোপনে এসব জিনিস বহন করলে বা ধরা পড়লে জেল পর্যন্ত হতে পারে। তবে, ট্রেন যাত্রার সময় গ্যাস সিলিন্ডার নিয়ে গেলে আগে থেকে অনুমতি নিতে হবে। কিন্তু, মাথায় রাখতে হবে যে, গ্যাস সিলিন্ডারটি যেন অবশ্যই খালি হয়।
২. অ্যাসিড: ট্রেনে কখনোই অ্যাসিডের মতো জিনিস সঙ্গে নিয়ে উঠবেন না। শুধু তাই নয়, কোনো যাত্রী এই নিষিদ্ধ বস্তু নিয়ে ধরা পড়লে তাঁর বড়সড় জরিমানা সহ জেল পর্যন্ত যেতে হতে পারে। মূলত, রেলওয়ে আইনের ১৬৪ ধারার অধীনে এই শাস্তির বিধান রয়েছে। যার ফলে এক হাজার টাকা জরিমানা বা তিন বছরের কারাদণ্ডও হতে পারে।
৩. বাজি-পটকা: অনেকসময় দেখা যায় যে, ট্রেনে সফরকালে অনেকে বাজি-পটকার মত জিনিস নিয়ে অবলীলায় ট্রেনে উঠে পড়েন। মূলত, দীপাবলির সাথে এই দৃশ্য বারংবার পরিলক্ষিত হয়। কিন্তু, এই কাজ করলে জেল পর্যন্ত যেতে হতে পারে। পাশাপাশি, যে বাজি-পটকাগুলি আটক করা হয় সেগুলি আর ফেরতও পাওয়া যায় না। তাছাড়া, নিজেদের নিরাপত্তার কারণেও বাজি-পটকা নিয়ে ট্রেনে ওঠা সম্পূর্ণ অনুচিত। কারণ, কোনোভাবে এগুলিতে অগ্নিসংযোগ ঘটলে বড়সড় বিপদের সম্ভাবনা থাকে।