Death: মর্মান্তিক! বাবা এনেছিলেন চকোলেট, খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু হল আট বছরের শিশুর

বিশেষ প্রতিবেদন, ২৯ নভেম্বর: চকোলেট (Chocolate) খেতে পছন্দ করে না এমন শিশু রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। এমতাবস্থায়, বাবা-মায়েরাও অনেক সময়ে তাঁদের সন্তানদের জন্য চকোলেট কিনে আনেন। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন একটি মর্মান্তিক ঘটনার প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি জানার চমকে উঠবেন সকলেই।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বাবার নিয়ে আসা চকোলেট খেতে গিয়েই মৃত্যুর (Death) কোলে ঢলে পড়ল আট বছরের এক শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গনার ওয়ারঙ্গল শহরে। খবর অনুযায়ী, সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন কাঙ্গার সিংহ নামের এক ব্যক্তি। এমতাবস্থায়, সেখান থেকেই তিনি তাঁর সন্তানদের জন্য কিছু চকোলেট এনেছিলেন।

সেই চকোলেট নিয়েই স্কুলে যায় ওই শিশুটি। তারপরে স্কুলের মধ্যেই চকোলেটটি খাওয়ার সময় সেটি আটকে যায় শিশুটির গলায়। এমনকি, কিছুক্ষণ পরে ক্লাসের মধ্যেই জ্ঞান হারায় সে। এমতাবস্থায়, দ্রুত শিশুটিকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *