বিশেষ প্রতিবেদন, ২৯ নভেম্বর: ইতিমধ্যেই রাজ্যজুড়ে ক্রমশ প্রভাব বিস্তার করছে শীত (Winter)। প্রায় প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে পারদের স্তর। এমতাবস্থায়, ডিসেম্বরের শুরু থেকেই নিম্নমুখী হতে পারে তাপমাত্রা। পাশাপাশি, দ্বিতীয় সপ্তাহের শেষেই জাঁকিয়ে পড়বে শীত। এদিকে, কলকাতায় সামান্য বেড়েছে তাপমাত্রা। এমনকি, পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা উর্ধ্বমুখী। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে।
পাশাপাশি, হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, তাপমাত্রা ওঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে। তবে, আপাতত দু’দিনে সামান্য বাড়বে তাপমাত্রা। এদিকে, রাজধানী কলকাতায় তাপমাত্রা ১৮ ডিগ্রির নিচেই রয়েছে। তবে, পশ্চিমের জেলাগুলিতে কলকাতার তুলনায় ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কম থাকলেও তীব্র শীতের সম্ভাবনা আপাতত নেই বলেও জানা গিয়েছে।
এদিকে, পূর্বাভাস অনুযায়ী উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে, দেশের বিস্তীর্ণ অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। জানা গিয়েছে, আগামী চার-পাঁচ দিন যাবৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পাশাপাশি, কর্ণাটক ও কেরল উপকূল সহ তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।