বিশেষ প্রতিবেদন, ৩ ফেব্রুয়ারি: এবার একটি মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)। জানা গিয়েছে, সেখানকার খণ্ডঘোষ থানার কুলে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্র হজমোলা ভেবে কীটনাশক খেয়ে ফেলে। আর তারপরেই মৃত্যু হয় তার। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ন’বছর বয়সী ওই মৃত ছাত্রের নাম হল বিনয় মণ্ডল। তার বাড়ি কুলে গ্রামে। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন দত্ত জানিয়েছেন, গত বুধবার তাঁর বিদ্যালয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, এক ছাত্র বিদ্যালয়ে আসার পথে রাস্তায় একটি প্যাকেট কুড়িয়ে পেয়েছিল। সেই প্যাকেটেই হজমোলার মতো দেখতে কিছু জিনিস ছিল। এমতাবস্থায়, সেগুলিকে হজমোলা ভেবেই স্কুল শুরুর আগে অন্য কয়েকজন ছাত্রকে খেতে দিয়েছিল সে। যদিও, ওই জিনিসগুলির বাজে গন্ধ পেয়ে কিছু ছাত্র সেগুলি না খেলেও বিনয় কিছুটা খেয়ে ফেলে। তারপরই শ্রেণিকক্ষে বমি করতে শুরু করে সে।
এদিকে, প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও ওই ছাত্রের অনবরত বমির পর তার কাছ থেকে জানতে চাওয়া হলে পুরো বিষয়টি সামনে আসে। তারপরেই আর সময় নষ্ট না করে বিনয়ের বাড়িতে খবর দিয়ে তাকে মাধপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। এই প্রসঙ্গে বিনয়ের বাবা নীরদবরণ মণ্ডল জানিয়েছেন, গত বুধবার সকাল ১০ টা নাগাদ বিনয় স্কুলে যাওয়ার পর তার এক সহপাঠী আরও কয়েক জন ছাত্রকে হজমোলা ভেবে কীটনাশক দিয়ে ফেলে। এমতাবস্থায়, প্রথমে বিনয়ই সেটি খেয়ে নেয়। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়ে সে। এদিকে, এই ঘটনার পরেই খণ্ডঘোষের বিধায়ক নবীন বাগ বিনয়ের বাবার সঙ্গে কথা বলতে বর্ধমান মেডিক্যালের পুলিশ মর্গে যান বলেও জানা গিয়েছে।