বিশেষ প্ৰতিবেদন ৪ ফেব্রুয়ারি: সম্প্রতি শেষ হওয়া ফুটবল বিশ্বকাপেই হয়েছে স্বপ্নপূরণ! লিওনেল মেসির (Lionel Messi) হাত ধরে আর্জেন্টিনা জিতে গিয়েছে বহুপ্রতিক্ষিত বিশ্বকাপ। এদিকে, বিশ্বকাপের আগেই মেসি জানিয়ে দিয়েছিলেন যে কাতার বিশ্বকাপই হতে চলেছে তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। যদিও, দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়ে প্রত্যাশা যেন আরও বাড়িয়ে দিয়েছেন ফুটবলের এই জাদুকর।
শুধু তাই নয়, সমর্থকদের পাশাপাশি আর্জেন্টিনা দলও ২০২৬ সালের বিশ্বকাপে মেসিকে খেলোয়াড় হিসেবে দেখতে চাইছে বলে জানা গিয়েছে। এমনকি, মেসিও আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারেই যে উড়িয়ে দিচ্ছেন তা কিন্তু নয়। বরং “সাসপেন্স” বজায় রেখেই বড়সড় আপডেট দিলেন তিনি নিজেই। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী বিশ্বকাপে মেসি খেললে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছোঁয়ার সুযোগ থাকবে তাঁর সামনে। ইতিমধ্যেই কাতার বিশ্বকাপে ৭ টি গোল করার দৌলতে মেসির বিশ্বকাপে গোল সংখ্যা পৌঁছে গিয়েছে ১৩-তে। এমতাবস্থায়, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথমে রয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোজে। তাঁর গোলের সংখ্যা হল ১৬।
কি জানিয়েছেন মেসি: মূলত, ওলে পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, “২০২৬ সালের বিশ্বকাপে খেলা বয়সের কারণে আমার জন্য কঠিন হয়ে পড়বে। তবে, আমি ফুটবল খেলতে ভালোবাসি। যদি খেলাটা আমি উপভোগ করতে পারি এবং শারীরিকভাবে ফিট থাকি, তাহলে অবশ্যই চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ এখনও অনেক দেরি আছে। তাই, আমার কেরিয়ার কোন দিকে যাচ্ছে, তার ওপর পুরোটাই নির্ভর করছে।” পাশাপাশি, এই প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও ইতিমধ্যেই জানিয়েছেন যে, “আমার মনে হয় ২০২৬ সালের বিশ্বকাপেও মেসি খেলবে। যদিও, সেটা একেবারেই নির্ভর করছে মেসির উপর। ও নিজেকে ফিট মনে করলে এবং আরও একবার বিশ্বকাপ জেতার আশায় থাকলে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতেই পারে।”