Kolkata Metro: কবে থেকে গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো? অবশেষে বহুকাঙ্খিত প্রশ্নের উত্তর সামনে আনল কর্তৃপক্ষ

বিশেষ প্ৰতিবেদন ৬ ফেব্রুয়ারি: শহর কলকাতায় (Kolkata) ক্রমবর্ধমান নিত্যযাত্রীর চাপ সামলাতে মেট্রো (Kolkata Metro) প্রকল্পগুলির কাজ জোরকদমে চলছে। ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে প্রথমে পরিষেবা শুরু হয় সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। পাশাপাশি এখন শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পের সাথেই জুড়বে এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান। যেকারণে গঙ্গার নিচ দিয়ে তৈরি করা হচ্ছে মেট্রো করিডোরও।

এমতাবস্থায়, গঙ্গার নিচ দিয়ে কবে থেকে মেট্রো চলাচল শুরু হবে এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন সকলেই। তবে, এবার মিলল সেই বহুকাঙ্খিত প্রশ্নের উত্তর। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি বছরেরই অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর আশ্বাস দেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই বিষয়টি সামনে এনেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।

তবে, এখানেই শেষ নয়। আরও জানা গিয়েছে যে, অক্টোবরের মধ্যেই মেট্রো চলবে নোয়াপাড়া- বিমানবন্দর, নিউ গড়িয়া-রুবি ও তারাতলা-মাঝেরহাট রুটেও। প্রসঙ্গত উল্লেখ্য যে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মোট ৬ কিলোমিটার পথে মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রায়ালের পর এবার পরিদর্শনে আসছে CRS। এই প্রসঙ্গে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, চলতি বছরের অক্টোবরের মধ্যেই নিউ গড়িয়া থেকে মেট্রোয় চেপে সরাসরি রুবিতে পৌঁছে যাওয়া যাবে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *