বিশেষ প্রতিবেদন, ৭ ফেব্রুয়ারি: Tiktok এবং PUBG-র মত জনপ্রিয় অ্যাপ ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে ভারতে। এমন পরিস্থিতিতে ফের একবার চিনা অ্যাপের (Chinese App) ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার একইসাথে প্রায় ২০০ টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে ভারতে। যেগুলির মধ্যে রয়েছে একাধিক বেটিং এবং ঋণ-সংক্রান্ত অ্যাপ। উল্লেখ্য যে, প্রায় ৬ মাস আগে এই অ্যাপগুলি নিয়ে তদন্ত শুরু করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। তবে, এবার সংশ্লিষ্ট মন্ত্রকের নির্দেশেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন নেওয়া হল এই সিদ্ধান্ত: এই প্রসঙ্গে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, মোট ১৩৮ টি বেটিং অ্যাপ এবং ৯৪ টি ঋণ প্রদানকারী অ্যাপকে নিষিদ্ধ করা হচ্ছে। এমনকি, ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি মন্ত্রক এই অ্যাপ বন্ধ করার কাজ শুরু করেছে বলেও জানা গিয়েছে। মূলত, এই অ্যাপগুলি থার্ড পার্টি লিঙ্কের মাধ্যমে কাজ করে। এমন পরিস্থিতিতে সবকটি অ্যাপই তথ্যপ্রযুক্তি আইনের Section 69 লঙ্ঘন করেছে। এমনকি, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই অ্যাপগুলিতে এমন কিছু ছিল যা ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে বিপজ্জনক হিসেবে বিবেচিত হচ্ছিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই অ্যাপগুলি সাধারণ মানুষকে ঋণের জালে জড়িয়ে হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে সুদের হার বাড়িয়ে দিত। যার ফলে রীতিমতো দিশেহারা হয়ে পড়তেন ঋণ গ্রাহকেরা। এমনকি, ঋণের জালে জড়িয়ে অনেকেই আত্মহত্যা করেছেন বলেও জানা গিয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গনাতে এমন একাধিক ঘটনা সামনে এসেছে। এছাড়াও, চিনা অ্যাপ চরবৃত্তির কাজেও ব্যবহার করা হত বলে অভিযোগ উঠেছে। তাই, সামগ্রিকভাবে সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। উল্লেখ্য যে, এর আগে ২০২২ সালে দেশের নিরাপত্তার কথা ভেবে কেন্দ্রের তরফে ৫৪ টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।