বিশেষ প্রতিবেদন, ৭ ফেব্রুয়ারি: ইতিমধ্যেই রাজ্য (West Bengal) জুড়ে বাজতে শুরু করেছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দামামা। এমতাবস্থায়, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মে মাস নাগাদ রাজ্যে সম্পন্ন হতে পারে পঞ্চায়েত নির্বাচন। যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। মূলত, পঞ্চায়েত ভোট ব্যালট বাক্সের মাধ্যমে সম্পন্ন হবে এমনটা ধরে নিয়েই সামগ্রিক প্রক্রিয়া এগিয়ে রাখছে তারা। পাশাপাশি, বিভিন্ন জেলায় ব্যালট বাক্স পৌঁছেও যাচ্ছে।
এদিকে, গত পঞ্চায়েত ভোটে একাধিক গণনাকেন্দ্রে ব্যালট বাক্স বদলের অভিযোগ সামনে এসেছিল। এমতাবস্থায়, এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জানা গিয়েছে, রাজ্যে এই প্রথমবার ব্যালট বাক্সের গায়ে থাকবে আলাদা নম্বর এবং “QR কোড”। আর এই ধরণের বক্সই পৌঁছে যাচ্ছে জেলাগুলিতে। বাক্সগুলিকে সহজেই চিহ্নিতকরণের জন্য সেগুলির গায়ে লাগানো থাকছে পৃথক পৃথক নম্বর এবং “QR কোড”।
ইতিমধ্যেই নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে, প্রতিটি ব্যালট বাক্সের নম্বর দেখে পোর্টালে নথিবদ্ধ করতে হবে। মূলত, ভোটের সময়ে কোন বুথে কোন ব্যালট বাক্স পাঠানো হচ্ছে, তা সহজেই বোঝানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানেও সম্প্রতি এই ব্যালট বাক্স এসে পৌঁছেছে। আপাতত কমিশনের নির্দেশ অনুযায়ী, সেগুলিকে যাচাই করে দেখা হচ্ছে। পাশাপাশি, বাক্স সংক্রান্ত বিভিন্ন সমস্যারও সমাধান করা সম্ভব হবে। এমনকি, ভোট গণনার আগে বা পরে বাক্স বদলের মত ঘটনাকেও সামাল দেওয়া যাবে। কারণ, বাক্সতে থাকা “QR কোড” স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যালট বাক্সের যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক কাজল রায় জানিয়েছেন, ‘‘আগে ম্যানুয়াল রেকর্ড রাখা হত। তবে, এখন থেকে পোর্টালে ও কম্পিউটারে সমস্ত কিছু নথিভুক্ত থাকবে। যার ফলে কোনো রেকর্ড দেখতে গেলে, তা সহজেই দেখা সম্ভব হবে।’’