বিশেষ প্রতিবেদন, ১০ ফেব্রুয়ারি: এবার একটি নৃশংস ঘটনা সামনে এল শহর কলকাতা (Kolkata) থেকে। রাতে ফুটপাতের ধারে থাকা ভাতের হোটেলের পাশে ঘুমোতে গিয়েই প্রাণ হারালেন এক যুবক। দিন চারেক আগেই NRS মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। আর সেই ঘটনার তদন্তে নেমে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানা।
ঠিক কি ঘটেছে: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাতে ফুটপাতের এক ভাতের হোটেলের পাশে ঘুমোতে চেয়েছিলেন আয়ুষ জুলকা নামের ২৬ বছর বয়সী এক যুবক। কিন্তু, দোকানে তখন ক্রেতা থাকায় তাঁকে সেখানে না ঘুমোতে দিয়ে অন্যত্র চলে যেতে বলেন হোটেলের মালিক অলোক চক্রবর্তী। আর এই নিয়েই শুরু হয় বচসা। যা গড়িয়ে যায় মারধরেও। তারপরেই মর্মান্তিক মৃত্যু ঘটে যুবকের।
পাশাপাশি, তদন্তকারীরা জানিয়েছেন, এ জে সি বসু রোডে ফুটপাতে একাই থাকতেন আয়ুষ। পাশেই একটি ভাতের হোটেল বন্ধ হয়ে গেলে মাঝেমধ্যে সেখানে ঘুমোতেন তিনি। ওইদিন রাতেও ঘুমোতে এসেছিলেন আয়ুষ। যদিও, সেদিন হোটেলটি খোলা থাকায় তাঁকে হোটেলের পাশে ঘুমোতে বাধা দেন অলোক। আর তারপরেই প্রথমে বচসা এবং পরে মারধর শুরু হয়ে আয়ুষের ওপর। ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে অলোক চক্রবর্তী, অজয় দাস এবং জয়ন্ত ভুঁইয়া নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, তাঁদের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।