বিশেষ প্রতিবেদন, ১৪ ফেব্রুয়ারি: এবার স্নাতক হলেই চাকরির (Recruitment) সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর কো-অপারেটিভ দুগ্ধ উৎপাদক ইউনিয়ন। ইতিমধ্যেই কর্মী নিয়োগের জন্য পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার সরকারি ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে ওই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
কোন পদের জন্য করা হচ্ছে নিয়োগ: এই প্রসঙ্গে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত হেড-সেলস অ্যান্ড মার্কেটিং পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। তবে, স্নাতক ছাড়াও প্রার্থীদের উচ্চতর ডিগ্রি বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) ডিগ্রি থাকলে, সেক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: মাথায় রাখতে হবে যে, আবেদনকারীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে পূর্বে অন্য কোথাও কাজের অভিজ্ঞতাও থাকা প্রয়োজন।
আবেদনের শেষ তারিখ: এই শূন্যপদের পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে মেল মারফত আবেদন করতে হবে প্রার্থীদের। পাশাপাশি, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানার জন্য আবেদনকারীরা https://www.paschimmedinipur.gov.in/ এই ওয়েবসাইটটিও দেখতে পারেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যোগ্য প্রার্থীদের প্রথমে ১ বছরের জন্য কাজের মেয়াদ থাকবে। যদিও, প্রয়োজন অনুযায়ী কাজের সময়সীমা বাড়তেও পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এমতাবস্থায়, ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতে CV পাঠিয়ে দিতে হবে।