Agniveer Recruitment: এবার অগ্নিবীরদের নিয়োগপ্রক্রিয়ায় বড়সড় বদল! আবেদনের আগে জেনে নিন বিস্তারিত তথ্য

বিশেষ প্রতিবেদন, ১৪ মার্চ: অগ্নিবীরদের নিয়োগপ্রক্রিয়ায় (Agniveer Recruitment) এবার বড়সড় বদল ঘটল। মূলত, এই প্রক্রিয়ায় সামগ্রিক সিলেবাসের ক্ষেত্রে কোনো বদল না ঘটলেও নয়া বিধি চালু করা হয়েছে। জানা গিয়েছে, এবার শারীরিক পরীক্ষার আগেই অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি আরও জানা গিয়েছে যে, এই পরীক্ষা সম্পন্ন হবে সরকারের নির্ধারিত এন্ট্রান্স এক্সাম এজেন্সিগুলির মাধ্যমে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে ভারতীয় সেনায় যোগদানের ক্ষেত্রে আবেদনকারীদের প্রথমে শারীরিক পরীক্ষা এবং তারপর মেডিক্যাল টেস্ট দিতে হত। তারপরে সম্পন্ন হত লিখিত পরীক্ষার প্রক্রিয়া। কিন্তু, এবার ওই নিয়মটিতেই বদল আসছে। যদিও, এহেন সিদ্ধান্তের পেছনে রয়েছে উপযুক্ত কারণও। পুরোনো নিয়োগপ্রক্রিয়ায় দেখা যেত যে, অনেক প্রার্থী শারীরিক পরীক্ষা ও মেডিক্যাল টেস্টে পাশ করে গেলেও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন না।

যার ফলে প্রথম দু’টি পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতাই থাকত থাকত না। তাই, এবার প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমেই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই গত ১৬ই ফেব্রুয়ারি থেকে ভারতীয় সেনার অগ্নিবীর স্কিমে অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায়, অনলাইনে ভর্তির প্রক্রিয়ায় আবেদনের ক্ষেত্রে শেষ তারিখ হল ১৫ মার্চ। পাশাপাশি, আগামী ১৭ এপ্রিল এই সংক্রান্ত পরীক্ষাটি দেশের বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট কেন্দ্রে সম্পন্ন হবে। এমন পরিস্থিতিতে, ইচ্ছুক প্রার্থীরা www.joinindianarmy.nic.in-এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এবার থেকেই যাঁরা লিখিত পরীক্ষায় পাশ করবেন কেবলমাত্র তাঁরাই একমাত্র শারীরিক ও মেডিক্যাল পরীক্ষায় অংশ নিতে পারবেন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *