বিশেষ প্রতিবেদন, ৭ এপ্রিল: এবার ফের একবার করোনার (Covid 19) চোখরাঙানিকে ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে দেশে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে এই মারণ ভাইরাসের সংক্রমণের হার বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, গত বৃহস্পতিবার একলাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৬০৬ জন। পাশাপাশি, প্রাণ হারিয়েছেন ১ জন এবং সুস্থ হয়েছেন ৩৪০ জন। এদিকে, গত বুধবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র গন্ডি পার করেছিল।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত কয়েকদিন যাবৎ দেশে করোনার গ্রাফ বেশ উর্ধ্বমুখী হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশে সংক্রমিত হয়েছেন ৫,৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ। এদিকে, সংক্রমণের নিরিখে দিল্লির পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্রও। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হল ৮০৩।
এমতাবস্থায়, ফের নতুন করে সংক্রমণ বৃদ্ধির ঘটনায় দিল্লির মেয়র শেলি ওবেরয় জানিয়েছেন যে, সামগ্রিক পরিস্থিতি মোকাবিলার জন্য পুরসভার হাসপাতালগুলিকে ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, দিল্লির বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আর্জিও জানান তিনি। এছাড়াও, সংক্রমণ এড়াতে সেখানে মাস্ক ব্যবহারে জোর দেওয়া হয়েছে।