বিশেষ প্রতিবেদন, ১০ এপ্রিল:
এবার তিন ঘণ্টায় পরপর তিনবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman and Nicobar Islands)। শুধু তাই নয়, সর্বশেষ যে ভূমিকম্পটি হয় সেটির তীব্রতা ছিল সবচেয়ে শক্তিশালী। রিখটার স্কেল অনুযায়ী যেটির তীব্রতা হল ৫.৩। যদিও, এইভাবে পরপর ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণহানির কোনো খবর মেলেনি। উল্লেখ্য যে, এর আগে গত ৬ মার্চ ভোরেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠেছিল নিকোবর দ্বীপপুঞ্জ। সেই সময়ে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫। তবে, ফের পরপর কম্পনের ঘটনা ঘটল সেখানে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রবিবার দুপুর ১ টা ১৬ মিনিট নাগাদ প্রথমবার ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪.৯। তার ঠিক পরেই ৩ টের কিছুটা আগে ফের কম্পন অনুভূত হয়। যেটির তীব্রতা ছিল ৪.১। তারপরে ঘড়িতে ৪ টে বেজে ১ মিনিটে ৫.৩ তীব্রতার কম্পন হয়।
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, ৪.৯ তীব্রতার ভূমিকম্পটির উৎসস্থল ছিল ক্যাম্পবেল বে’র ২২৮ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। পরবর্তী দু’টি ভূমিকম্পের উৎস হল নিকোবর দ্বীপ।