Mahendra Singh Dhoni: এবার সিনে দুনিয়ায় পা রাখলেন “ক্যাপ্টেন কুল”! সামনে এল ধোনির প্রযোজনা সংস্থার নতুন সিনেমার পোস্টার

বিশেষ প্রতিবেদন ১১ এপ্রিল: তিনি মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁকে ঘিরে সর্বদা থাকে কোটি কোটি অনুরাগীর উছ্বাস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তাঁর “ক্রেজ” কমেনি এতটুকুও! তবে, এবার ধোনি সবাইকে চমকে দিলেন অন্যভাবে। এবারে সিনে দুনিয়ায় পা রাখতে চলেছেন “ক্যাপ্টেন কুল”। বর্তমানে এই তারকা ক্রিকেটার IPL-এ মন দিলেও তারই মাঝে সামনে এল ধোনির প্রযোজনা সংস্থার প্রথম সিনেমার ঝলক।

মূলত, গত সোমবার মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা সংস্থা “ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড”-এর তরফে সংস্থার প্রথম সিনেমা “এলজিএম-লেটস গেট ম্যারেড” (Lets Get Married)-এর ফার্স্ট লুক প্রকাশ্যে নিয়ে আসা হল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, “ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড”-এর সাথে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন ধোনি-পত্নী সাক্ষী সিং ধোনিও।

ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় এই ছবির পোস্টারটি শেয়ার করা হয়েছে। পাশাপাশি, স্বয়ং ধোনিও এই পোস্টারটি শেয়ার করেছেন। যা ইতিমধ্যেও ভাইরাল হয়ে গিয়েছে। ওই পোস্টারে দেখা গিয়েছে হরিশ কল্যাণ, নাদিয়া ও ইভানাকে। পাশাপাশি, ওই সিনেমার পরিচালনা করেছেন রমেশ থামিলমনি। এছাড়াও, ছবিটির প্রযোজনা করছেন বিকাশ হাসিজা ও অ্যাসোসিয়েট প্রোডিউসর হলেন শর্মিলা জে রাজা।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *