Cow Urine: গোমূত্রে রয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, পান করলেই হতে পারে কঠিন অসুখ! স্পষ্ট জানিয়ে দিলেন গবেষকরা

বিশেষ প্রতিবেদন, ১২ এপ্রিল: এবার হিন্দুত্ববাদী তথা স্বঘোষিত গোরক্ষকদের রীতিমতো হতাশ করল ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের (Indian Veterinary Research Institute) সাম্প্রতিক গবেষণা। একদিকে যখন উগ্র হিন্দুত্ববাদী এবং স্বঘোষিত আয়ুর্বেদ চিকিৎসকরা একাধিকবার গোমূত্রকে (Cow Urine) “মহৌষধ” বলে দাবি করে আসছেন ঠিক সেই আবহেই এবার IVRI-এর গবেষকরা স্পষ্ট জানিয়ে দিলেন যে, গরুর সদ্য ত্যাগ করা প্রস্রাবে থাকে একাধিক ক্ষতিকর ব্যাকটেরিয়া। যেগুলি মানুষের শরীরে ঢুকে প্রত্যক্ষভাবে বিপদ ঘটাতে পারে। আর সেই কারণেই গোমূত্র কখনোই মানুষের পানযোগ্য নয় বলে জানিয়েছেন তাঁরা।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরের জানুয়ারি মাসেই গুজরাটের এক আদালতের বিচারক জানিয়েছিলেন গোরক্ষা জরুরি। তবে, তার পেছনে তিনি একাধিক দাবিও করেছিলেন। তিনি জানান গোমূত্র পান করলে কঠিন অসুখ সেরে যাওয়ার পাশাপাশি গোবর নাকি মানুষকে যেকোনো রকম রেডিয়েশন থেকে বাঁচাতে পারে। যদিও, সাম্প্রতিক গবেষণায় অন্য তথ্য সামনে এসেছে। মূলত, IVRI সূত্রে জানা গিয়েছে, গোমূত্র নিয়ে গবেষণা চালিয়েছে বারেলির ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ।

যার নেতৃত্বে রয়েছেন IVRI-এর পশু ও প্রাণী বিশেষজ্ঞ ভোজ রাজ সিং এবং তিনজন পিএইচডি পড়ুয়া। এমতাবস্থায়, বিশেষজ্ঞরা জানিয়েছেন, গোমূত্রে এসচেরিচিয়া কোলাই নামের একটি ব্যাকটেরিয়া থাকে। যেটি সরাসরি পাকস্থলীর কঠিন অসুখের কারণ হতে পারে। শুধু তাই নয়, মানুষের পক্ষে ক্ষতিকর আরও ১৪ টি ব্যাকটেরিয়া উপস্থিত থাকে গোমূত্রে। তবে, গরুর পরিবর্তে মহিষের মূত্রে অনেক বেশি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে বলেও জানা গিয়েছে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *