Viral: মুখ্যমন্ত্রীর ছবিযুক্ত পোস্টার ছিঁড়ে দেওয়ায় কুকুরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ! দেখুন ভাইরাল ভিডিও

বিশেষ প্রতিবেদন, ১৪ এপ্রিল: এবার মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে ফেলার “অপরাধে” একটি কুকুরের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল পুলিশের কাছে। এমনকি, এই অভিযোগ জানিয়েছেন বিরোধী দলের মহিলা কর্মীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। মূলত, সম্প্রতি ওই রাজ্যের ওয়াইএসআর কংগ্রেস পার্টি রাজ্য জুড়ে সমীক্ষায় নেমেছে। ওই সমীক্ষার নাম দেওয়া হয়েছে “আমাদের ভবিষ্যৎ জগন আন্না”। এমতাবস্থায় সেই সমীক্ষার নামেরই পোস্টার সমগ্ৰ রাজ্য জুড়ে লাগানো হয়েছে। আর সেইরকমই এক পোস্টার ছিঁড়ে প্রবল বিড়ম্বনায় পড়েছে এক সারমেয়!

জানা গিয়েছে, ওই পোস্টারে অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডির মুখের ছবি দেওয়া ছিল। ওইরকম একটি পোস্টার ছিঁড়ে ফেলে রাস্তার একটি কুকুর। এদিকে, ইতিমধ্যেই ওই সংক্রান্ত একটি ভিডিও তুমুলগতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে পুরো ঘটনাটি ফুটে উঠেছে। তবে, ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি The News Rise। যদিও, এহেন ঘটনার পরেই অন্ধ্রের বিরোধীদল টিডিপির এক মহিলা নেত্রী সদলবলে বিজয়ওয়াড়ার একটি থানায় হাজির হয়ে কুকুরটিকে গ্রেফতারের দাবিতে অভিযোগ জানিয়ে আসেন।

এই প্রসঙ্গে টিডিপি নেত্রী দাসারি উদয়শ্রী কুকুরটির বিরুদ্ধে পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেছেন, “আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুবই ভালোবাসি এবং সম্মান করি। তাই মুখ্যমন্ত্রীর মুখ রয়েছে এমন পোস্টার ছেঁড়ার দায়ে কুকুরটিকে গ্রেফতার করা হোক।’’ এছাড়াও, এই ঘটনায় ওই কুকুরের পাশাপাশি ষড়যন্ত্রের পিছনে আর কে কে আছে, পুলিশকে সেটিও তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে বলেও দাবি জানান তিনি। তবে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাসারি এও জানিয়েছেন যে, “এখন রাস্তার কুকুরও মুখ্যমন্ত্রীকে চিনে ফেলে পোস্টার কামড়ে নামিয়ে আনছে। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়।”

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *