বিশেষ প্রতিবেদন, ৮ ফেব্রুয়ারি: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সবসময় থাকতে হয় পরিষ্কার-পরিচ্ছন্ন। আর পরিছন্নতার দিকটি সঠিকভাবে বজায় না থাকলেই তা ডেকে নিয়ে আসে বিভিন্ন রোগ এবং অসুখ। এমতাবস্থায়, শারীরিক দিক থেকে সুস্থ থাকতে চুলের (Hair) যত্ন নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, চুলে বিভিন্ন ময়লা থেকে শুরু করে খুশকি এবং পরিবেশের বিভিন্ন বিষাক্ত পদার্থ সহ দূষক পদার্থও জমে থাকে। যেগুলি চুলকে পরিষ্কার রাখার মাধ্যমে দূরে সরিয়ে ফেলতে হয়। এমতাবস্থায়, চুলের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ জিনিস হল শ্যাম্পু (Shampoo)।
মূলত, চুল থেকে অবাঞ্ছিত পদার্থ পরিষ্কার করার পাশাপাশি চুলের সঠিক গ্রোথ বজায় রাখতেও শ্যাম্পুর বড় ভূমিকা রয়েছে। তাই, নিয়ম মেনে সকলেই শ্যাম্পু ব্যবহার করেন। তবে, শ্যাম্পু আমরা সকলেই কমবেশি ব্যবহার করলেও আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, শ্যাম্পুকে বাংলায় কি বলা হয়? হ্যাঁ, এটি নিতান্তই একটি সাধারণ প্রশ্ন হলেও এর উত্তরটি কিন্তু ৯৯ শতাংশ ব্যক্তিই জানেন না। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। এর পাশাপাশি, শ্যাম্পুর ইতিহাসের বিষয়টিও আমরা তুলে ধরছি।
প্রাচীন ভারতে শ্যাম্পু তৈরি করা হত একদম প্রাকৃতিকভাবে। সেক্ষেত্রে এটি প্রস্তুত করা হত আমলকী, ক্ষুণ ও বিভিন্ন বীরুৎ জাতীয় উদ্ভিদ থেকে। এদিকে, ১৭৬২ সাল নাগাদ হিন্দি শব্দ “চাম্পু” থেকে ইংরেজি “শ্যাম্পু” শব্দটির উৎপত্তি ঘটে। এই শব্দটির মূল উৎপত্তি ঘটে সংস্কৃত ভাষা থেকে। হিন্দি শব্দটির মাধ্যমে তেল বা তৈলাক্ত কোনো বস্তুর দ্বারা মাথার ম্যাসেজ করানোর বিষয়টিকে বোঝানো হত।
আরও জানুন: Heart Attack: আপনি কি প্রচুর টেনশান করেন? হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে অবশ্যই মেনে চলুন এই ৫ টি টিপস
পাশাপাশি, এই ধরণের শব্দের প্রচলন ছিল উত্তর ভারতের বিভিন্ন ভাষাতেও। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওই শব্দটি এবং মাথার ম্যাসেজের পদ্ধতিটির বিষয়টি সর্বপ্রথম ব্রিটেনে পরিচয় করিয়ে দেন বাঙালি উদ্যোক্তা শেখ দীন মহম্মদ। শুধু তাই নয়, ১৮০০ দশকের শুরুর দিকে তিনিই স্টিম বাথের প্রচলন ঘটান। দীন মহম্মদ এবং তাঁর আইরিশ অর্ধাঙ্গিনী ইংল্যান্ডের ব্রাইটনে একটি পার্লারও খোলেন। সেখানে গ্রাহকরা চুলের যত্ন নেওয়ার জন্য ভারতীয় চাম্পি বা শ্যাম্পুয়িং পদ্ধতি গ্রহণ করতেন। এছাড়াও, দীন মহম্মদ রাজা চতুর্থ জর্জ ও চতুর্থ উইলিয়ামের শ্যাম্পু সার্জন হিসেবেও নিযুক্ত ছিলেন।
আরও জানুন: Fish: প্রতিদিন মাছ না হলে পারেন না খেতে? অজান্তেই ডাকছেন বড় বিপদ, পড়বেন গভীর অসুখে
Shampoo-র বাংলা: উল্লেখ্য যে, শ্যাম্পু তৈরির নির্দিষ্ট সঠিক সময় জানা না গেলেও মনে করা যে ১৮১৪ সাল নাগাদ প্রথম শ্যাম্পু তৈরি করা হয়। যেটি পরবর্তীকালে ধীরে ধীরে বিশ্ব জুড়ে ব্যবহৃত হতে শুরু করে। এবারে আসি “Shampoo”-কে বাংলায় কি বলে এই বিষয়ে। মূলত, শ্যাম্পুকে বাংলায় মাথা ধোয়ার ডিটারজেন্ট বা সাবান যুক্ত তরল পদার্থ অথবা কেশ পরিমার্জক হিসেবে অভিহিত করা হয়। যদিও, এগুলি খুব একটা প্রচলিত না হওয়ায় বাংলাতেও সবাই “শ্যাম্পু”-ই বলে থাকেন।