বিশেষ প্রতিবেদন, ৯ ফেব্রুয়ারি: ইতিমধ্যেই RBI (Reserve Bank Of India)-র কাছ থেকে বড় ধাক্কা পেয়েছে Paytm Payments Bank। শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমানে সঙ্কটের মধ্যে থাকা Paytm Payments Bank-এর লাইসেন্স বাতিল করার কথাও ভাবছে RBI। এমতাবস্থায়, কেন্দ্রীয় ব্যাঙ্ক Paytm Payments Bank-কে ব্যবসা বন্ধ করতে এবং লেনদেন নিষ্পত্তি করার জন্য আগামী ১৫ মার্চ, ২০২৪ পর্যন্ত সময়সীমা দিয়েছে। এরপরেই নেওয়া হতে পারে বড় পদক্ষেপ। এর পাশাপাশি সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক Paytm Payments Bank-এর বোর্ড ভেঙে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে।
EPFO-র টাকা তোলা যাবে না: এদিকে, ঠিক এই আবহেই আরও একটি বিষয় সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, Paytm Payments Bank-এর অ্যাকাউন্টের মাধ্যমে আর EPFO-র টাকা তোলা যাবে না। ইতিমধ্যেই এমপ্লিয়জ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি, EPFO সংগঠনের ফিল্ড অফিসগুলিতে ইতিমধ্যেই এই বিষয়ে সার্কুলার জারি করেছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, যাঁদের Paytm Payments Bank-এর সাথে EPFO-র লিঙ্ক রয়েছে তাঁরা পড়বেন সমস্যায়।
আরও জানুন: Saraswati Puja: সরস্বতী পুজোর আগে কেন খেতে নেই কুল? কারণ জানলে আপনিও ছোঁবেন না এই ফল
জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই গত ৮ ফেব্রুয়ারি ২০২৪-এ EPFO সমস্ত ফিল্ড অফিসে একটি সার্কুলার জারি করেছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে, ব্যাঙ্কিং সেকশন গত ১ নভেম্বর ২০২৩-এ Paytm Payments Bank এবং Airtel Payments Bank-এর অ্যাকাউন্টে EPF দাবির পেমেন্ট নিষ্পত্তি করার লক্ষ্যে একটি আদেশ জারি করেছিল। উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারি ২০২৪-এ রিজার্ভ ব্যাঙ্ক ২৯ ফেব্রুয়ারি ২০২৪ অর্থাৎ চলতি মাসের শেষ থেকে Paytm Payments Bank গ্রাহকদের অ্যাকাউন্টে ক্রেডিট বা জমা লেনদেনের বিষয়টি নিষিদ্ধ করেছে।
আরও জানুন: Shampoo: ব্যবহার করেন সবাই, অথচ জানেন Shampoo-কে বাংলায় কি বলে? অধিকাংশজনের কাছে নেই এই উত্তর
এদিকে, সামগ্রিক বিষয়ের পরিপ্রেক্ষিতে ফের মুখ থুবড়ে পড়েছে ওয়ান 97 কমিউনিকেশনস লিমিটেড (Paytm)-এর শেয়ার। মিডিয়া রিপোর্টগুলি দাবি করছে যে, দেশের বৃহত্তম সিকিউরিটিজ ডিপোজিটরি তথা CDSL (Central Depository Services Limited) বর্তমানে Paytm Money-তে গ্রাহক যাচাইকরণ প্রক্রিয়া শুরু করছে। এরপরই বিনিয়োগকারীরা ক্রমশ Paytm-এর শেয়ারের ওপর আস্থা হারাচ্ছেন। মূলত, Paytm Payments Bank-এর ওপর RBI-এর নিষেধাজ্ঞার পর CDSL KYC প্রক্রিয়ার যাচাইকরণের বিষয়ে অভিযান শুরু করেছে। তারপরেই ক্রমশ নিম্নমুখী Paytm-এর শেয়ার।