বিশেষ প্রতিবেদন: বর্তমান সময়ে সমগ্র বিশ্বের প্রভাবশালী নেতাদের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছেন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পাশাপাশি, বিজেপির “মুখ” হিসেবেও তাঁকে বিবেচনা করা হয়। শুধু তাই নয়, আসন্ন লোকসভা নির্বাচনে মোদী ম্যাজিককে কাজে লাগিয়েই ভোট যুদ্ধে ভালো ফলাফল করার চেষ্টা করছে বিজেপি। সম্প্রতি, লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যেখানে তিনি বলেন মোদী হলেন “প্রজাবৎসল”, “বীর” এবং “সর্বগুণসম্পন্ন সুশাসক”।
তবে, বর্তমানে দেশে বিজেপির মুখ হিসেবে মোদী থাকলেও তারপরে কে নেতৃত্ব দেবেন এই দলকে? পাশাপাশি, ৭৩ বছরের মোদী আর কত দিন মসনদে থাকবেন এই বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে? যার পরিপ্রেক্ষিতে সম্পন্ন হয় একটি সমীক্ষা। যেখানে দেশের আম জনতার কাছ থেকে মতামত জানতে চাওয়া হয়। আর সেইখানেই উঠে এসেছে চমকপ্রদ তথ্য। চলুন, জেনে নেওয়া যাক সেই প্রসঙ্গে।
সম্প্রতি “মুড অব দ্য নেশনে”-র তরফে সম্পন্ন হওয়া একটি সমীক্ষায় দাবি করা হয়েছে যে, মোদীর বিকল্প হিসেবে ২৯ শতাংশ মানুষ অমিত শাহকে পছন্দ করেছেন। যেটি ওই সমীক্ষার সর্বোচ্চ পরিসংখ্যান। তবে, এক্ষেত্রে পিছিয়ে নেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তাঁকে পছন্দ করেছেন ২৫ শতাংশ মানুষ। এর পাশাপাশি নাগপুরের সাংসদ কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়িকে পছন্দ ১৬ শতাংশ মানুষের।
আরও জানুন: Bike Mileage: অতিরিক্ত তেল “খেয়ে নিচ্ছে” বাইক? মেনে চলুন এই ৫ টি টিপস, হু হু করে বাড়বে মাইলেজ
উল্লেখ্য যে, দেশের সবকটি লোকসভা আসনে এই সমীক্ষা চালানো হয় “মুড অব দ্য নেশন”-এর তরফে। গত ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে ২৮ জানুয়ারি ২০২৪-এর মধ্যে সম্পন্ন হওয়া এই সমীক্ষায় ৩৫ হাজার ৮০১ জনের মতামত নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।