Education: এবার নবম থেকে দ্বাদশ শ্রেণিতে বই খুলে পরীক্ষা! কি পরিকল্পনা বোর্ডের? সামনে এল বড় তথ্য

বিশেষ প্রতিবেদন: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত বছর প্রকাশিত নতুন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (National Curriculum Framework, NCF)-এর সুপারিশগুলির সঙ্গে সঙ্গতি রেখে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওপেন বুক এক্সাম (Open Book Exam, OBE)-এর কথা ​​বিবেচনা করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board Of Secondary Education) তথা CBSE।

ঠিক কি জানা গিয়েছে: প্রাপ্ত তথ্য অনুসারে, NCF-এর প্রস্তাব অনুযায়ী, এবার নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য CBSE বই খুলে পরীক্ষা দেওয়ার কথা বিবেচনা করছে। এই প্রসঙ্গে ইতিমধ্যেই একটি সংবাদমাধ্যমে রিপোর্টের দাবি করা হয়েছে, নবম এবং দশম শ্রেণিতে ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞানের মতো বিষয়গুলির ক্ষেত্রে ওপেন বুক টেস্ট করানোর প্রস্তাব দেওয়া হয়েছে CBSE-র তরফে।

Education Now the books can be opened for examination in ninth to twelfth class.

পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ইংরেজি থেকে শুরু করে বায়োলজি এবং অঙ্কের ওপেন বুক পরীক্ষা করানোর কথা প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। এদিকে, চলতি বছরের শেষের দিকেই এই পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। এমতাবস্থায়, এই প্রস্তাব দেওয়ার মাধ্যমে CBSE-র তরফে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকদের মতামত জানতে চাওয়া হয়েছে।

আরও জানুন: Bike Mileage: অতিরিক্ত তেল “খেয়ে নিচ্ছে” বাইক? মেনে চলুন এই ৫ টি টিপস, হু হু করে বাড়বে মাইলেজ

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে ২০১৪-১৫ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ পর্যন্ত CBSE নবম এবং একাদশ শ্রেণির ক্ষেত্রে ওপেন বুক পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের মূল্যায়নের পরীক্ষা চালিয়েছিল। যদিও, সেই সময়ে বিষয়ে পড়ুয়া এবং অভিভাবকরা নেতিবাচক মত প্রকাশ করেছিলেন। তবে, এবার এহেন মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। এমতাবস্থায়, আগামী নভেম্বর-ডিসেম্বরে এই ওপেন বুক টেস্ট হতে পারে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *