বিশেষ প্রতিবেদন: এবার স্মার্টফোনের বাজারে রীতিমতো ঝড় তুলতে প্রস্তুত Motorola। ইতিমধ্যেই এই সংস্থার নতুন স্মার্টফোন Moto G04-এর প্রথম সেল ভারতে শুরু হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, 8,000 টাকার কম দামে লঞ্চ করা Moto G04-এ 8 GB পর্যন্ত RAM রয়েছে। পাশাপাশি, এই স্মার্টফোনে 90 Hz-এর রিফ্রেশ রেট এবং 128 GB পর্যন্ত স্টোরেজ সহ একটি ডিসপ্লে রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 OS-এ কাজ করবে এবং একাধিক উন্নত ফিচার্স এই স্মার্টফোনে উপলব্ধ রয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে Moto G04-এর দুর্দান্ত ফিচার্স সহ বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
আকর্ষণীয় দাম: জানিয়ে রাখি যে, Moto G04-এর 4GB + 64GB RAM মডেল এবং 8GB + 128GB মডেলের দাম যথাক্রমে 6,999 টাকা এবং 7,999 টাকা। Moto G04 ইতিমধ্যেই Flipkart-এ কনকর্ড ব্ল্যাক, সি গ্রিন, স্টেন ব্লু এবং সানরাইজ অরেঞ্জের মতো রঙের বিকল্পগুলিতে পাওয়া যাবে। পাশাপাশি, ইন্ট্রোডাকটরি লঞ্চ অফারের মাধ্যমে কোম্পানি 750 টাকার এক্সচেঞ্জ বোনাসও প্রদান করছে।
Moto G04-এর স্পেসিফিকেশন: ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, Moto G04 লেটেস্ট Android OS 14-এ কাজ করবে। এই স্মার্টফোনে একটি 6.5-ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। যেটি 90 Hz-এর রিফ্রেশ রেট উপলব্ধ করবে। পাশাপাশি, এই স্মার্টফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতো ফিচার্স দেওয়া হয়েছে।
আরও জানুন: Education: এবার নবম থেকে দ্বাদশ শ্রেণিতে বই খুলে পরীক্ষা! কি পরিকল্পনা বোর্ডের? সামনে এল বড় তথ্য
পাশাপাশি, Moto G04-এ Unisock T606 প্রসেসর ইনস্টল করা হয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া Itel P55 Plus-এও একই প্রসেসর রয়েছে। ফোনটি 4GB এবং 8GB RAM-এর অপশনে উপলব্ধ হলেও ভার্চুয়াল RAM ফিচারের সাহায্যে 8GB পর্যন্ত RAM বাড়ানো যাবে। পাশাপাশি, এই ফোনে সর্বোচ্চ 128 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
আরও জানুন: Bike Mileage: অতিরিক্ত তেল “খেয়ে নিচ্ছে” বাইক? মেনে চলুন এই ৫ টি টিপস, হু হু করে বাড়বে মাইলেজ
এছাড়াও, Moto G04-এ রয়েছে 5,000 mAh-এর ব্যাটারি। যেটি 15W-এর চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, চার্জিং পোর্ট হল USB টাইপ-সি। ক্যামেরা সম্পর্কে বলতে গেলে জানাতে হয়, Moto G04-এ রয়েছে একটি 16-মেগাপিক্সেলের LED ফ্ল্যাশ সহ মেন ক্যামেরা এছাড়াও, এটিতে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ডিভাইসটিতে কোনো অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে না। তবে সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়া হবে 2 বছরের জন্য। এদিকে, অন্যান্য ফিচার্সের মধ্যে Moto G04-এ ডুয়াল সিম স্লট, 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, 3.5mm-এর অডিও জ্যাকও রয়েছে।