Motorola: 8GB RAM, 5000mAh ব্যাটারি, দাম 8 হাজারের কম! বাজারে ঝড় তুলছে Motorola-র এই দুর্ধর্ষ নতুন ফোন

বিশেষ প্রতিবেদন: এবার স্মার্টফোনের বাজারে রীতিমতো ঝড় তুলতে প্রস্তুত Motorola। ইতিমধ্যেই এই সংস্থার নতুন স্মার্টফোন Moto G04-এর প্রথম সেল ভারতে শুরু হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, 8,000 টাকার কম দামে লঞ্চ করা Moto G04-এ 8 GB পর্যন্ত RAM রয়েছে। পাশাপাশি, এই স্মার্টফোনে 90 Hz-এর রিফ্রেশ রেট এবং 128 GB পর্যন্ত স্টোরেজ সহ একটি ডিসপ্লে রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 OS-এ কাজ করবে এবং একাধিক উন্নত ফিচার্স এই স্মার্টফোনে উপলব্ধ রয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে Moto G04-এর দুর্দান্ত ফিচার্স সহ বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

আকর্ষণীয় দাম: জানিয়ে রাখি যে, Moto G04-এর 4GB + 64GB RAM মডেল এবং 8GB + 128GB মডেলের দাম যথাক্রমে 6,999 টাকা এবং 7,999 টাকা। Moto G04 ইতিমধ্যেই Flipkart-এ কনকর্ড ব্ল্যাক, সি গ্রিন, স্টেন ব্লু এবং সানরাইজ অরেঞ্জের মতো রঙের বিকল্পগুলিতে পাওয়া যাবে। পাশাপাশি, ইন্ট্রোডাকটরি লঞ্চ অফারের মাধ্যমে কোম্পানি 750 টাকার এক্সচেঞ্জ বোনাসও প্রদান করছে।

This powerful new phone from Motorola is taking the market by storm.

Moto G04-এর স্পেসিফিকেশন: ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, Moto G04 লেটেস্ট Android OS 14-এ কাজ করবে। এই স্মার্টফোনে একটি 6.5-ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। যেটি 90 Hz-এর রিফ্রেশ রেট উপলব্ধ করবে। পাশাপাশি, এই স্মার্টফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতো ফিচার্স দেওয়া হয়েছে।

আরও জানুন: Education: এবার নবম থেকে দ্বাদশ শ্রেণিতে বই খুলে পরীক্ষা! কি পরিকল্পনা বোর্ডের? সামনে এল বড় তথ্য

পাশাপাশি, Moto G04-এ Unisock T606 প্রসেসর ইনস্টল করা হয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া Itel P55 Plus-এও একই প্রসেসর রয়েছে। ফোনটি 4GB এবং 8GB RAM-এর অপশনে উপলব্ধ হলেও ভার্চুয়াল RAM ফিচারের সাহায্যে 8GB পর্যন্ত RAM বাড়ানো যাবে। পাশাপাশি, এই ফোনে সর্বোচ্চ 128 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

আরও জানুন: Bike Mileage: অতিরিক্ত তেল “খেয়ে নিচ্ছে” বাইক? মেনে চলুন এই ৫ টি টিপস, হু হু করে বাড়বে মাইলেজ

এছাড়াও, Moto G04-এ রয়েছে 5,000 mAh-এর ব্যাটারি। যেটি 15W-এর চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, চার্জিং পোর্ট হল USB টাইপ-সি। ক্যামেরা সম্পর্কে বলতে গেলে জানাতে হয়, Moto G04-এ রয়েছে একটি 16-মেগাপিক্সেলের LED ফ্ল্যাশ সহ মেন ক্যামেরা এছাড়াও, এটিতে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ডিভাইসটিতে কোনো অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে না। তবে সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়া হবে 2 বছরের জন্য। এদিকে, অন্যান্য ফিচার্সের মধ্যে Moto G04-এ ডুয়াল সিম স্লট, 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, 3.5mm-এর অডিও জ্যাকও রয়েছে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *