বিশেষ প্রতিবেদন: প্ৰতি বছরের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি (Mahashivratri) পালিত হয়। পৌরাণিক কাহিনি অনুসারে, মহাশিবরাত্রির বিশেষ দিনে ভগবান শিব (Lord Shiva) এবং মা পার্বতীর (Maa Parvati) বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই মহাশিবরাত্রির উৎসবটি ভগবান শিব এবং মা পার্বতীকে উৎসর্গ করা হয়। প্রচলিত বিশ্বাস এবং আচার অনুসারে ওই দিনে ভগবান শিব ও মা পার্বতীর উপবাস এবং আরাধনা করলে ভক্তরা তাঁদের বিশেষ আশীর্বাদ লাভ করেন এবং সমস্ত দুঃখ-কষ্ট থেকে মুক্তি পান। এবার, চলুন জেনে নিই চলতি বছরে কোন তারিখে পালিত হবে মহাশিবরাত্রি। পাশাপাশি,ওই দিনে পুজোর শুভ সময়ও উপস্থাপিত করা হল বর্তমান প্রতিবেদনে।
মহাশিবরাত্রি কবে: বৈদিক ক্যালেন্ডার অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ৮ মার্চ, ২০২৪ তারিখে রাত্রি ৯ টা বেজে ৫৭ মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ ৯ মার্চ, ২০২৪ তারিখে সন্ধ্যে ৬ টা বেজে ১৭ মিনিটে শেষ হবে। উল্লেখ্য যে, মহাশিবরাত্রির পুজো শুধুমাত্র নিশিতা কালের সময় করা হয় এবং নিশিতা কালের শুভ সময় হল ৯ মার্চ রাত্রি ১২ টা বেজে ৫ মিনিট থেকে রাত ১২ টা বেজে ৫৬ মিনিট পর্যন্ত। অর্থাৎ, নিশিতা কাল শুধুমাত্র ৫১ মিনিটের জন্য স্থায়ী হবে। তাই, এবার মহাশিবরাত্রি উৎসবের উপবাস ও পুজো সম্পন্ন হবে ৮ মার্চ, অর্থাৎ শুক্রবারে।
চলতি বছরে মহাশিবরাত্রির পুজোর শুভ সময়: পঞ্চাঙ্গ অনুসারে, আগামী ৮ মার্চ অর্থাৎ শুক্রবার মহাশিবরাত্রিতে ভগবান শিবের উপাসনা করার শুভ সময় হল সন্ধ্যে ৬ টা বেজে ২৫ মিনিট থেকে রাত্রি ৯ টা বেজে ২৮ মিনিট পর্যন্ত।
মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময়:
রাতে প্রথম প্রহরের পুজোর সময়- ৮ মার্চ সন্ধ্যে ৬ টা ২৫ মিনিট থেকে রাত্রি ৯ টা বেজে ২৮ মিনিট পর্যন্ত।
রাতে দ্বিতীয় প্রহরের পুজোর সময়- ৮ মার্চ রাত ৯ টা বেজে ২৮ মিনিট থেকে রাত ১২ টা বেজে ৩১ মিনিট পর্যন্ত।
রাতে তৃতীয় প্রহরের পুজোর সময়- ৯ মার্চ রাত ১২ টা বেজে ৩১ মিনিট থেকে রাত ৩ টে বেজে ৩৪ মিনিট পর্যন্ত।
চতুর্থ প্রহরের পুজোর সময়- ৯ মার্চ রাত ৩ টে ৩৪ মিনিট থেকে সকাল ৬ টা ৩৭ মিনিট পর্যন্ত।