বিশেষ প্রতিবেদন: বঙ্গে (West Bengal) শীতের (Winter) মরশুম পেরিয়ে এখন চলছে মাঝ বসন্ত (Spring)। কিন্তু, তাও পরিলক্ষিত হচ্ছে আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা। শুধু তাই নয়, এখনও থেকে গিয়েছে হালকা শীতের আমেজ। ঠিক এই আবহেই এবার বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হল যে, আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। তবে, শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, উত্তর-পশ্চিমের হাওয়ার রেশ হালকাভাবে বজায় থাকবে। আর সেই কারণে আগামী ২ দিন ধরে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে।। যদিও, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমশ গরমের অনুভূতি বাড়বে বলেও জানানো হয়েছে। তবে, দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং পার্বত্য এলাকায় আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে, সপ্তাহ শেষে তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়বে গরমের অনুভূতি।
পাশাপাশি, হাওয়া অফিস সূত্রে আরও জানানো হয়েছে, অসম সংলগ্ন এলাকায় বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যেটি মঙ্গলবার রাত থেকে পশ্চিমী ঝঞ্ঝা হিসেবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করবে। এদিকে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বইতে থাকবে উত্তর-পশ্চিমের হাওয়া। এমতাবস্থায়, হালকা শীতল হাওয়ার প্রভাবে নিম্নমুখী হবে তাপমাত্রা। এদিকে, আগামী ২ দিনে ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট অনুযায়ী বৃহস্পতি এবং শুক্রবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতায় আপাতত বৃষ্টি হবে না বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, সকালের দিকে আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হলেও বেলা বৃদ্ধির সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে আকাশ।