বিশেষ প্রতিবেদন, ১১ মে: কয়েকদিন আগেই তীব্র দাবদাহের জেরে কালঘাম ছুটেছিল সবার। এমনকি, তাপপ্রবাহের জেরে পরিস্থিতি হয়ে উঠেছিল অত্যন্ত বেগতিক। যদিও, তারপরে বৃষ্টির দেখা মেলায় সামগ্রিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। পাশাপাশি, নিম্নমুখী হয় তাপমাত্রার পারদ। ঠিক এই আবহেই বৃষ্টির (Rainfall) প্রসঙ্গে বড় আপডেট (Weather Update) দিল হাওয়া অফিস। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, দক্ষিণবঙ্গজুড়ে আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে। এদিকে, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে টানা বৃষ্টি। তবে, উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আগামী কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিক অথবা স্বাভাবিকের নিচেই ঘোরাঘুরি করবে এবং এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহেরও কোনো সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।
এদিকে, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে, মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। পাশাপাশি, মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, নদীয়া, উত্তর ২৪ পরগনাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। প্রসঙ্গত উল্লেখ্য যে, দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবারেও ৩০ থেকে ৫০ কিলোমিটারের ঝোড়ো বাতাসের সাথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও জানুন: Bike Mileage: অতিরিক্ত তেল “খেয়ে নিচ্ছে” বাইক? মেনে চলুন এই ৫ টি টিপস, হু হু করে বাড়বে মাইলেজ
এবারে আমরা যদি উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটের দিকে তাকাই সেক্ষেত্রে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সোমবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়াতে পারে। এদিকে দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঝোড়ো বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।