Recharge Plan: দাম বাড়লেও Airtel-Jio-Vi-র এই প্ল্যানগুলি কেনার জন্য হুড়োহুড়ি গ্রাহকদের! মিলছে একগুচ্ছ সুবিধা

বিশেষ প্রতিবেদন, ৩ অগাস্ট: বিগত মাসে অর্থাৎ জুলাইয়ের শুরুতে, দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাম অনেকটাই বাড়িয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়েছেন গ্রাহকেরা। শুধু তাই নয়, এই দাম বৃদ্ধির জেরে পকেটে টানও পড়েছে তাঁদের। তবে, Airtel-Jio-Vi-র মতো টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ালেও 1.5GB দৈনিক ডেটার প্ল্যানগুলি এখনও ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়। যেখানে Jio এবং Airtel প্ল্যানে 1.5GB দৈনিক ডেটা সহ আনলিমিটেড 5G ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। এর জন্য ব্যবহারকারীদের 2GB প্ল্যান নিতে হবে।

গ্রাহকেরা কিনছেন এই রিচার্জ প্ল্যানগুলি (Recharge Plan):

Reliance Jio-র প্ল্যানে 1.5GB ডেটা: জানিয়ে রাখি যে, Reliance Jio 84 দিনের বৈধতার সাথে 799 টাকার রিচার্জ প্ল্যানে (Recharge Plan) ব্যবহারকারীদের 1.5GB ডেটা প্ল্যান অফার করে। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি 100 টি SMS-এর সুবিধা পাবেন। এছাড়াও এই প্ল্যানে ব্যবহারকারীরা JioTV, JioCloud এবং JioCinema-র অ্যাক্সেস পাবেন। তবে, ব্যবহারকারীরা এই প্ল্যানে আনলিমিটেড 5G ইন্টারনেট পরিষেবা পাবেন না। এর জন্য তাঁদের 2GB-র প্ল্যান নিতে হবে। এছাড়াও, ব্যবহারকারীরা 22 দিনের বৈধতার সাথে 239 টাকার একটি প্ল্যানও নিতে পারেন।

Customers in a hurry to buy this recharge plan of Airtel-Jio-Vi.

Airtel-এর 1.5GB ডেটা প্ল্যান: এদিকে, Airtel-এর 859 টাকার প্ল্যানটি (Recharge Plan) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই প্ল্যানে দৈনিক 1.5GB ডেটা উপলব্ধ করা হচ্ছে। প্ল্যানটির বৈধতা হল 84 দিনের। যেখানে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি, 100 টি SMS-এর সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়াও, Airtel Thanks Rewards-ও পাওয়া যায়। যার মধ্যে RewardsMini123 সাবস্ক্রিপশনের সুবিধাও পান ব্যবহারকারীরা।

আরও জানুন: India: হয়ে যান সতর্ক! ভারতের ৩০০ ব্যাঙ্কে আচমকাই সাইবার হামলা, মাথায় হাত গ্রাহকদের

1.5GB ডেটা সহ Vodafone Idea-র প্ল্যান: Vi তার ব্যবহারকারীদের জন্য 859 টাকার প্ল্যানে (Recharge Plan) প্রতিদিন 1.5GB ডেটা উপলব্ধ করছে। এই প্ল্যানের বৈধতা হল 84 দিন। প্ল্যানটিতে দৈনিক 100 টি SMS-এর সুবিধা সহ আনলিমিটেড কলিং পরিষেবা পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্ল্যানে Vi Hero আনলিমিটেড সুবিধা পাওয়া যায়। ব্যবহারকারীরা এই সুবিধা নিতে পারেন।

আরও জানুন: Shampoo: ব্যবহার করেন সবাই, অথচ জানেন Shampoo-কে বাংলায় কি বলে? অধিকাংশজনের কাছে নেই এই উত্তর

BSNL-এর 1.5GB ডেটা প্ল্যান: এদিকে, সরকারি টেলিকম কোম্পানি BSNL যথেষ্ট কম দামে ব্যবহারকারীদের দৈনিক 1.5GB ডেটার প্ল্যান (Recharge Plan) উপলব্ধ করছে। ওই সংস্থাটি 82 দিনের বৈধতার সাথে 485 টাকায় ব্যবহারকারীদের 1.5GB ডেটার একটি প্ল্যান অফার করছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি দৈনিক 100 টি SMS-এর পরিষেবা পাবেন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *