বিশেষ প্রতিবেদন, ৫অগাস্ট: তাঁর গলার জাদুতে মুগ্ধ গোটা দেশ! পাশাপাশি, তাঁর গান শুনতে পছন্দ করেন আট থেকে আশি সকলেই। শুধু তাই নয়, কনসার্টে তাঁকে দেখার জন্য লক্ষ লক্ষ টাকাও খরচ করেন অনুরাগীরা। কিন্তু, যাঁর জন্য এতকিছু সেই অরিজিৎ সিং (Arijit Singh) এবার শোনালেন মন খারাপের খবর। আচমকাই অসুস্থতার কারণে ক্ষমা চেয়ে অগাস্টের সমস্ত কনসার্ট স্থগিত করার বিষয়টি সামনে আনলেন গায়ক।
অরিজিৎ (Arijit Singh) বাতিল করলেন সমস্ত কনসার্ট:
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন গায়ক নিজেই। এদিকে, তাঁর অসুস্থতার খবর সামনে আসার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অরিজিতের অনুরাগীরা। প্রত্যেকেই চাইছেন প্রিয় গায়ক দ্রুত সুস্থ হয়ে উঠুন।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য যে, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট UK-তে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অরিজিতের (Arijit Singh) কনসার্ট। কিন্তু, তা আর হচ্ছে না। ওই কনসার্টগুলি আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ইতিমধ্যেই অরিজিৎ আগামী সেপ্টেম্বরে কনসার্টের চারটি তারিখও ঘোষণা করেছেন। যদিও, অরিজিতের ঠিক কি শারীরিক সমস্যা হয়েছে তা জানা যায়নি।
আরও জানুন: Olympic 2024: অলিম্পিকে কেলেঙ্কারি! আচমকাই জ্ঞান হারালেন সাঁতারু, তারপরে যা হল…..
এদিকে, একটি ইনস্টাগ্রাম পোস্টে অরিজিৎ সিং (Arijit Singh) জানিয়েছেন যে, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অপ্রত্যাশিত চিকিৎসা সংক্রান্ত কারণে আমার অগাস্ট মাসের কনসার্ট স্থগিত করা হল। আমি জানি যে, আপনারা প্রত্যেকেই এই কনসার্টগুলির জন্য অপেক্ষায় রয়েছেন। কিন্তু আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি।” তিনি আরও বলেন, “আমাকে বোঝার জন্য, এতটা নিঃশর্ত ভালোবাসা এবং ধৈর্য ধরার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের হতাশ করার জন্য আমি দুঃখিত।”