বিশেষ প্রতিবেদন ৫ অগাস্ট: দক্ষিণবঙ্গে একটানা ভারী বৃষ্টির জেরে এবার তৈরি হয়েছে বিপত্তি। শুধু তাই নয়, বন্যার (Flood) আশঙ্কায় রীতিমতো ঘুম উড়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। একটানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই পূর্ণ হয়ে রয়েছে মাইথন, পাঞ্চেত-সহ একাধিক জলাধার। এমতাবস্থায় গত শুক্রবার এবং শনিবারে মাইথন ও পাঞ্চেত থেকে বিপুর পরিমাণে জল ছাড়া হয়েছিল। তবে, রবিবারও জল ছাড়ার বিষয়টি অব্যাহত ছিল বলে জানা গিয়েছে ডিভিসি সূত্রে।
বন্যার (Flood) আতঙ্কে উড়েছে ঘুম:
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাঞ্চেত জলাধার থেকে রবিবারেও বিপুল পরিমাণে (১,১৪,০০ কিউসেক) জল ছাড়া হয়েছে। অপরদিকে, মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে অল্প (৬,০০০ কিউসেক) জল। এদিকে, এই দু’টি জলাধার থেকে ক্রমাগত জল ছাড়ার ফলে নতুন করে প্লাবনের (Flood) সম্ভাবনা দেখা দিয়েছে।
জানিয়ে রাখি যে, গত শুক্রবারে দুর্গাপুর ব্যারেজ থেকে ২০ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়েছিল। এদিকে, ভারী বৃষ্টির ফলে ইতিমধ্যেই দুর্গাপুর থেকে শুরু করে আসানসোলের বিভিন্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে। ঠিক এই আবহেই নতুন করে জল ছাড়ার ফলে স্বাভাবিকভাবেই বন্যার (Flood) প্রসঙ্গে চিন্তা বেড়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
আরও জানুন: Arijit Singh: ভালো নেই অরিজিৎ! বাতিল করলেন সমস্ত কনসার্ট, কি হল গায়কের?
এদিকে, শনিবারও বিপুল পরিমাণে জল ছাড়া হয় মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার মাইথন এবং পাঞ্চেত জলাধার মিলিয়ে মোট ৪৮ হাজার কিউসেক জল ছাড়া হয়। যার মধ্যে মাইথন জলাধার থেকে ছাড়া হয় ১২ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলধার থেকে ছাড়া হয় ৩৬ হাজার কিউসেক জল। মূলত, টানা বৃষ্টির জেরে ওই জলাধারগুলিতে ক্রমশ চাপ বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে জল ছাড়ার জেরে অবনতি হচ্ছে বন্যা (Flood) পরিস্থিতির।