Bangladesh: ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা! এবার উত্তপ্ত বাংলাদেশের দায়িত্ব নিলেন কে? চমকে দেবে তাঁর পরিচয়

বিশেষ প্রতিবেদন ৬ অগাস্ট: বিগত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ বিক্ষোভ এবং আন্দোলনের জেরে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ (Bangladesh)। পড়ুয়াদের হাত ধরে প্রথমে এই বিক্ষোভ শুরু হলেও পরে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। এমতাবস্থায়, গত সপ্তাহের শেষেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছিল পড়শি দেশে। এদিকে, সোমবার কার্যত নীরবে ইস্তফা দিয়ে সঙ্গে সঙ্গে দেশ ছাড়লেন শেখ হাসিনা।

বাংলাদেশের (Bangladesh) দায়িত্ব নিলেন কে?

প্রধানমন্ত্রীর ইস্তফার কথা সেদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ঘোষণা করেছেন। বর্তমানে উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) দায়িত্ব তাঁরই কাঁধে রয়েছে। প্রধানমন্ত্রীর ইস্তফার পর সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের সেনাপ্রধান জানান, “দেশজুড়ে এখন রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে। তবে, সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। সমস্ত হত্যার বিচার করা হবে।”

Who took the responsibility of Bangladesh now.

প্রসঙ্গত উল্লেখ্য যে, জনতার প্রতিবাদের আবহে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। তারপরেই দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এগিয়ে এসেছেন। পাশাপাশি, টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণও দেন তিনি।

আরও জানুন: Flood: আর নেই রক্ষে! এবার দাপট দেখাবে বন্যা, পাঞ্চেত-মাইথন থেকে বিপুল পরিমাণে জল ছাড়ল ডিভিসি

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দীর্ঘ ৩৯ বছরের সামরিক জীবন ওয়াকার-উজ-জামানের। তিনি চলতি বছরের জুন মাসে ৩ বছরের জন্য বাংলাদেশের (Bangladesh) সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। ১৯৬৬ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা ওয়াকার-উজ-জামান দু’বছর ধরে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতেও ছিলেন। এবার তাঁর নেতৃত্বেই বাংলাদেশের তৈরি হতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার।

 

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *