বিশেষ প্রতিবেদন, ৬ অগাস্ট: ইতিমধ্যেই শুরু হয়েছে বর্ষার মরশুম। এমতাবস্থায়, ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ঠিক এই আবহেই এবার বড় আপডেট সামনে আনল হাওয়া অফিস (Weather Update)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, উত্তরবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টির সর্তকতা।
কি জানাচ্ছে হাওয়া অফিস (Weather Update):
এর পাশাপাশি, দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। জানিয়ে রাখি যে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত। আর এর জেরেই বঙ্গজুড়ে দাপট দেখাচ্ছে বৃষ্টি।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা: আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, মেঘালয়, সিকিম এবং ভুটানে। যার প্রত্যক্ষ প্রভাব পড়বে বঙ্গেও। প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গে দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে। এদিকে, দুই দিনাজপুর এবং মালদহে হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া: এদিকে, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই মেঘলা আকাশ পরিলক্ষিত হবে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Update) রয়েছে দক্ষিণবঙ্গের তিন থেকে চারটি জেলায়। এদিকে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানিয়ে রাখি যে, মঙ্গলবার কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।