নিজস্ব প্রতিবেদক, ১২ মার্চ:
Advertisement
নির্বাচনে লড়তে পারবেন না জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল সিঙ্গল বেঞ্চের নির্দেশ। সিঙ্গল বেঞ্চের রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আবেদন করে নির্বাচন কমিশন। এই আবেদনের ভিত্তিতেই নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, বাঘমুণ্ডি ও জয়পুরের নির্দল প্রার্থীও ভোটে লড়তে পারবেন না বলে জানিয়ে দিল হাইকোর্ট।
পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় তা বাতিল করে নির্বাচন কমিশন। এদিকে ২৭ মার্চ জয়পুর কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার ফলে মনোনয়ন পেশের সময় পেরিয়ে যায়। যে কারণে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল প্রার্থী। তবে, শেষ পর্যন্ত নির্বাচনে লড়াই করতে পারবেন না তিনি।