নিজস্ব প্রতিবেদক, ১৫ মার্চ:
Advertisement
প্যান্টোগ্রাফ ছিঁড়ে যাওয়ার কারণে হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল। বাতিল করে দেওয়া হয় বেশ কয়েকটি লোকাল ট্রেনও। সোমবার বেলা ১০ টা নাগাদ হঠাৎই প্যান্টোগ্রাফ ছিঁড়ে যাওয়ার ফলে স্টেশনের ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পাশাপাশি, প্যান্টোগ্রাফ ছিঁড়ে যাওয়ায় দাঁড়িয়ে যায় ফলকনামা এক্সপ্রেসও। জানা গিয়েছে, এই ঘটনার ফলে দুটি পাঁশকুড়া লোকাল-সহ আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
এই প্রসঙ্গে, রেলের আধিকারিকরা জানিয়েছেন যে,
ইতিমধ্যেই প্যান্টোগ্রাফ সারাইয়ের কাজ শুরু করা হয়েছে। অতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে রেল পরিষেবা।এদিকে, সপ্তাহের শুরুতে এক্কেবারে “অফিস টাইম”এ রেল পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ স্টেশনেই অপেক্ষা করতে দেখা যায় তাঁদের।