নিজস্ব প্রতিবেদক, ২০ মার্চ :
Advertisement
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। এই নির্বাচনে তৃণমূলের হয়ে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে লড়ছেন তিনি। তার মাঝেই হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন সোহম। জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। শুক্রবার তাঁর জ্বর আসে। জ্বর বাড়লে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয় এবং ভর্তি করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।
আপাতত, বেশ কয়েকদিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁর একাধিক টেস্টও করা হয়েছে। এদিকে, ভোটের আবহে জোরকদমে প্রচার চালাচ্ছিলেন সোহম। আগামী ১ এপ্রিল ভোটগ্রহণ হবে চন্ডীপুরে। তার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় প্রচারের ময়দানেও অনিশ্চিত হয়ে পড়লেন সোহম।