বিশেষ প্রতিবেদন, ২৭ এপ্রিল:
লাগাতার ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণে বিধ্বস্ত ভারত। করোনার দ্বিতীয় ঢেউ যে দেশে ভয়াবহ আকার ধারণ করেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। এমতাবস্থায়, ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী দেশ। পাশাপাশি, বহু তারকাও এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দেশে আইপিএল খেলতে এসে অজি ক্রিকেটার তথা কেকেআরের তারকা পেসার প্যাট কামিন্স প্রধানমন্ত্রীর পিএম কেয়ার তহবিলে দান করলেন ৫০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ টাকা। সোমবার নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি, অতিমারীর আবহে বাকি সতীর্থদেরও এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন অস্ট্রেলিয়ান তারকা। তিনি টুইটে লেখেন, “অনেকই প্রশ্ন তুলছেন, দেশে যখন করোনার সংক্রমণ এত বেশি পরিমাণে বাড়ছে, তখন আইপিএল আয়োজন কতটা যুক্তিযুক্ত? এই বিষয়ে ভারত সরকারকে আমার পরামর্শ, করোনার কারণে ফের লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেককেই গৃহবন্দি থাকতে হচ্ছে। তাই আইপিএলের এই কয়েকঘণ্টার ম্যাচ তাঁদের কিছুটা হলেও মন ভাল করে দেবে।”
এদিকে, দেশে বেড়ে চলা এই মারণ ভাইরাসের সংক্রমনে আর্থিক সাহায্যের পাশাপাশি বিভিন্নভাবে এগিয়ে আসছেন বলিউড তারকারাও। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীরের চ্যারিটি প্রতিষ্ঠান “গৌতম গম্ভীর ফাউন্ডেশন”এ ১ কোটি টাকা অর্থ সাহায্য করেছেন বলিউডের “খিলাড়ি” অক্ষয় কুমার। অক্ষয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে গম্ভীর লেখেন, “বিষাদের মধ্যে প্রতিটি ইতিবাচক পদক্ষেপই আশার আলো জোগায়। খাদ্য সামগ্রী, অক্সিজেন ও ওষুধ কেনার জন্য গৌতম গম্ভীর ফাউন্ডেশনকে ১ কোটি টাকা অর্থ সাহায্য করায় অক্ষয় কুমারকে অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।” এর উত্তরে অক্ষয় জানান, দেশের এমন কঠিন পরিস্থিতিতে সাধ্যমতো সাহায্য করতে পেরে তিনি খুশি।
পাশাপাশি, মুম্বইতে প্রথম থেকেই যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা অতিমারীর সঙ্গে লড়ছেন তাঁদের জন্য খাবারের ব্যবস্থা করলেন ভাইজান। মুম্বইয়ের রাজপথে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে তাঁর খাদ্যসরবরাহকারী গাড়ি। জানা গিয়েছে, চা, বিশুদ্ধ জলের বোতল, বিস্কুট, এবং উপমা, পোহা, বড়াপাও ও পাওভাজি রয়েছে খাদ্যতালিকায়। এমনকি কোনও স্বাস্থ্যকর্মী যদি খাবার না পান, তার জন্যে একটি আপদকালীন ফোন নম্বরেরও ব্যবস্থা করা হয়েছে।