বিশেষ প্রতিবেদক, ২৭ এপ্রিল:
সিয়াচেনে আবারও ভয়াবহ তুষারধসে মৃত্যু হল দুই জওয়ানের। চলতি মাসেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তৃতীয় বার। টহল দেওয়ার সময় হঠাৎই তুষারধস ঘটায় তৎক্ষণাৎ বাকি জওয়ানদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় দু’জনের। জানা গিয়েছে যে, দুপুর ১টা নাগাদ সিয়াচেনের হানিফ সেক্টরে টহল দিচ্ছিল ওই সেনার দল। সেই সময় হঠাৎই ভয়াবহ তুষারপাত শুরু হওয়ায় বরফের ধস নেমে এলে আটকা পড়ে যান সকলেই। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাকিদের উদ্ধার করে। এর আগেও বহুবার এই দুর্গম জায়গায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গত ১৪ এপ্রিল তুষারধসের ফলে দুর্ঘটনায় প্রাণ হারান এক সেনা অফিসার।
প্রসঙ্গত উল্লেখ্য, কারাকোরাম পর্বতমালার অন্তর্গত সিয়াচেন হিমবাহ ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার ফুট উঁচুতে অবস্থিত। এটিই পৃথিবীর উচ্চতম সামরিক ক্ষেত্র। ৭৬ কিলোমিটার দীর্ঘ এই হিমবাহে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায়। এমন দুর্গম পরিস্থিতিতে এই হিমবাহে সারা বছরই প্রহরারত থাকেন ভারতীয় সেনারা।