করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সলি সোরাবজি

নিজস্ব প্রতিবেদক, ৩০ এপ্রিল:

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সলি সোরাবজি। শুক্রবার ভোরে দিল্লির এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৩০ সালে বম্বেতে জন্মগ্রহণ করেন সোরাবজি। কলেজে আইনের পড়াশোনার জন্য পান স্বর্ণ পদকও পেয়েছিলেন এই বিশিষ্ট আইনজীবী। ১৯৭১ সালে বম্বে হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হন তিনি।

১৯৮৯ সালে দেশের অ্যাটর্নি জেনারেল  হিসেবে কাজ শুরু করেন সোরাবজি। মাত্র ১ বছরের জন্য এই দায়িত্বভার পেলেও ১৯৯৮ সালে ফের এই দায়িত্ব নেন তিনি। শিখ দাঙ্গাবিরোধী হয়েও যাঁরা সঠিক বিচার পাচ্ছিলেন না, তাঁদের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন সোরাবজি। ২০০৪ সাল পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি। ২০০২ সালে “পদ্মবিভূষণ” সম্মানে ভূষিত করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *