নিজস্ব প্রতিবেদক, ৮ মে:
Advertisement
করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের রেশ ক্রমশ বাড়ছে। রাজ্যেও ক্রমশ ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ। এমতাবস্থায়, আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জানিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ কমলে ফের খুলে দেওয়া হবে ভারত তথা এশিয়ার সবচেয়ে বড়ো উদ্ভিদ উদ্যানের দরজা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর করোনার প্রথম ঢেউয়ে যখন দেশজুড়ে লকডাউন জারি হয়, তখন প্রায় আট মাস বন্ধ ছিল গার্ডেন। পরবর্তীকালে কিছু বিধিনিষেধ জারি করে প্রাতঃভ্রমণকারী ও পর্যটকদের জন্য বোটানিক্যাল গার্ডেন খুলে দেওয়া হলেও ফের বেলাগাম সংক্রমণের জেরে তা বন্ধ করে দেওয়া হল।