বিশেষ প্রতিবেদক, ২৪ জুন:
করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে জারি থাকা বিধিনিষেধের জেরে বন্ধ রয়েছে সমস্ত গণপরিবহন। এমতাবস্থায়, আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যে বন্ধ থাকছে মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা। যদিও, স্পেশ্যাল ট্রেনগুলিতে রেলের কর্মীরা ছাড়াও জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ওঠার অনুমতি রয়েছে। কিন্তু, লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে বিপদে পড়েছেন নিত্যযাত্রীরা। যার জেরে লোকাল ট্রেন চালানোর দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ।
গত বুধবারই সোনারপুর স্টেশনে স্পেশাল ট্রেন আটকে বিক্ষোভ দেখান যাত্রীরা। প্রায় ৪ ঘণ্টা চলে বিক্ষোভ। ফের বৃহস্পতিবার সকালে বারুইপুর শাখার মল্লিকপুর ও ক্যানিং শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশনে রেল অবরোধ শুরু হয়। যার জেরে আটকে পড়ে আপ ক্যানিং লোকাল স্টাফ স্পেশাল। বিক্ষোভকারীরা দাবি জানিয়েছেন, রেলের স্টাফ স্পেশালে সাধারণ যাত্রীদের উঠতে দিতে হবে না হলে দ্রুত লোকাল ট্রেন চালু করতে হবে। শেষে, ঘন্টাখানেক পর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় বিক্ষোভ। প্রসঙ্গত উল্লেখ্য, শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন ৮৮২টি লোকাল ট্রেন চলার পরিবর্তে এখন চলছে ১৮০টি। যার জেরে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে স্টেশনগুলিতে। তীব্র ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরাও।