রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের নিচে, কমেছে মৃতের সংখ্যাও

নিজস্ব প্রতিবেদক, ২৫ জুলাই:

করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহে মাত্রাতিরিক্ত সংক্রমণের রেশ কাটিয়ে এবার ফের ঘুরে দাঁড়াচ্ছে রাজ্য। প্রায় প্রতিদিনই কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৩৫ জনের। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৪১।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৭৫ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৩ শতাংশ। বর্তমানে করোনার কারণে চিকিৎসাধীন রয়েছেন ২২ হাজার ২৩১ জন। গত একদিনে রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৫৫৭ জনের।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *