Advertisement
নিজস্ব প্রতিবেদন, ২৬ জুন:
রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির। দৈনিক সংক্রমণের পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ১ হাজার ৯৩৩। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩২ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৩৫।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৪ জন। আপাতত অ্যাকটিভ রোগীর সংখ্যা ২২ হাজার ৯৯ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ। গত একদিনে রাজ্যে ৫৫ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।