বিশেষ প্রতিবেদন, ৪ জুলাই:
মর্মান্তিক! দু’বার করোনায় আক্রান্ত হয়ে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার বিশ্বনাথপুরের পদ্মরাজ পাড়া এলাকায়। মৃতার নাম মামনি মন্ডল। জানা গিয়েছে যে, প্রথম বার করোনাকে জয় করে ফেললেও ফের একবার করোনায় আক্রান্ত হন ওই গৃহবধূ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি বারবার তাঁর স্বামীকে বলতে থাকেন, চিকিৎসকরা তাঁকে মেরে ফেলবেন। পাশাপাশি, দ্রুত বাড়ি ফেরার আরজিও জানান তিনি।
এই প্রসঙ্গে, চিকিৎসকরা জানিয়েছেন যে, ওই মহিলা মানসিক অবসাদে ভুগতে থাকায় শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। শুক্রবার রাতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন মামনি। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্বভাবতই, মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।